কারা এই রাচিত রবীন্দ্র আর আজাজ প্যাটেল, যারা কানপুরে ভারতের থেকে ছিনিয়ে নিল ম্যাচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পঞ্চম দিনে ভারতের মাটিতে ম্যাচ বাঁচাতে ব্যাট করছেন সেনা দেশের মধ্যে একটির ৮ এবং ১১ নম্বর ব্যাটসম্যান। সামনে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেলের মতো স্পিনার থাকা সত্ত্বেও ম্যাচ বাঁচিয়ে ফেলছেন তারা। এমনটা কতবার দেখা গিয়েছে। জয়ের কাছাকাছি থাকা ভারতীয় দলকে আজ আটকে দিয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারই। ২ জন ক্রিকেটারের বিশদ পরিচয় এবার প্রকাশ্যে আসা উচিত। শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় ভারতের নিশ্চিত হয়ে যাওয়া জয় তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেলেন। ভারতীয় ভক্তরা হয়তো এই ব্যাপারটি পছন্দ করবেন না, তবে নিউজিল্যান্ডের ভক্তরা এতে খুব খুশি হবেন। দুর্দান্তভাবে ম্যাচ বাঁচিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট মানচিত্রে নায়কের সম্মান পাচ্ছেন রাচিন রবীন্দ্র এবং আজাজ প্যাটেল। কানপুর টেস্টে বল হাতে খুব একটা দাগ কাটতে না পারলেও শেষ সময়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচটি ড্র করতে সাহায্য করেন তারা।

রাহুল দ্রাবিড় এবং সচীন টেন্ডুলকারের নামে যে খেলোয়াড়ের নাম রাখা হয়েছে, তিনি যে এভাবে ম্যাচ বাঁচিয়ে দেবেন তাতে আর আশ্চর্য কি? হ্যাঁ, রাচিন রবীন্দ্রের বাবা-মা রাহুল দ্রাবিড় এবং সচীন টেন্ডুলকারের নামে তাঁর নাম রেখেছেন। অপর ক্রিকেটার আজাজ প্যাটেলের জন্ম কিন্তু মুম্বাইতেই। রাচিন ও আজাজ ম্যাচের শেষ ৫২ বল খেলেও উইকেট হারাননি। তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এই ম্যাচটি ভারতের কাছ থেকে ড্র করে নিউজিল্যান্ড।

২৫ থেকে ২৯ শে মে কানপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির সুবাদে ম্যাচের প্রথম ইনিংসে ৩৪৫ রান করে ভারত। এরপর অক্ষর প্যাটেল ৫ উইকেট নেন এবং এর ফলে বোলাররা নিউজিল্যান্ডের প্রথম ইনিংস ২৯৬ রানে গুটিয়ে যায়। এভাবে প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পায় ভারত। ভারতীয় দল (টিম ইন্ডিয়া) ৭ উইকেটে ২৩৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এভাবে জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড। জবাবে নিউজিল্যান্ড যখন ৯ উইকেটে ১৬৫ রান করে। শেষে আট নয় ওভার সময় পেয়েও নিউজিল্যান্ডের শেষ উইকেটটি তুলতে ব্যর্থ হন ভারতীয় বোলাররা। এরপর কম আলোর জন্য খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।

ম্যাচের শেষ দিনে রচিন রবীন্দ্র ৯১ বল মোকাবেলা করে ১৮ রান করেন। এজাজ প্যাটেল ২৩ বল খেলে ২ রান করেন। দুজনেই ৫২ বলে ১০ রানের জুটি গড়েন এবং শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। তাদের এই অটুট জুটি ভারতের কাছ থেকে প্রায় নিশ্চিত জয় কেড়ে নেয়। ম্যাচ সেরা হন ভারতের হয়ে অভিষেক হওয়া শ্রেয়াস আইয়ার। প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর