হতে চাইতেন ব্যাটার, খেলেননি পেশাদার ক্রিকেট! জানুন অভিষেকে KKR ভক্তদের মন জয়ী সুয়াস শর্মার পরিচয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অন্যতম সেরা একটি পারফরম্যান্স দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে গতকাল ১২ ওভারের মধ্যে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল নাইটরা। কিন্তু তারপর অসাধারণ প্রত্যাবর্তন করে স্কোরবোর্ডে ২০৪ রান তুলেছিল নাইটদের লোয়ার মিডল অর্ডার। এরপর স্পিনারদের দাপটে ১২৩ রানেই শেষ হয়ে যায় আরসিবির ইনিংস।

কালকের এই জয়ে নায়ক রয়েছে একাধিক তারকা। আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ, দীর্ঘদিন কেকেআরের সাথে যুক্ত থাকা রিঙ্কু সিং, ভারতীয় ক্রিকেটের লর্ড শার্দূল ঠাকুর, কেকেআরের দুই প্রতিষ্ঠিত স্পিনার সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। কিন্তু এদের সকলের পাশাপাশি আলোচনায় উঠে আসছে নাইটদের তরুণ ১৯ বছর বয়সী স্পিনার সুয়াস শর্মার কথা, যিনি আগে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলেই সুযোগ পেয়েছিলেন নাইট একাদশে।

সুযোগ পেয়েই প্রথম ম্যাচে তিন উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন দিল্লির এই বোলার। এর আগে শুধুমাত্র দিল্লির অনূর্ধ্ব ২৫ দলের হয়ে তাকে মাঠে নামতে দেখেছিলেন ক্রিকেটের বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তিত্বরা। এই তারকাই কাল দীনেশ কার্তিকের মতো বড় মাপের ব্যাটার, ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামা অনুজ রাওয়াত এবং কর্ন শর্মাকে ফিরিয়ে কেকেআরকে বড় জয় পেতে সাহায্য করেছেন।

suyash kkr

ছোটবেলার ক্রিকেট খেলা যখন শুরু করেছিলেন তখন একজন ব্যাটার হতে চাইতেন সুয়াস। কিন্তু এরপর ধারাবাহিকভাবে নিজের স্পিন বোলিংয়ে উন্নতি করতে থাকে একজন লেগ স্পিনারে পরিণত হয়ে যান তিনি। কেকেআরের ট্রায়ালে তার বোলিং দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন স্পটাররা। এরপর নিলাম থেকে তাকে দলে নেওয়ার পর নিজেদের মধ্যে প্র্যাক্টিস ম্যাচে তার পারফরম্যান্স দেখে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন কেকেআর কোচ চন্দ্ৰকান্ত পন্ডিত।

কাল উইকেট নেওয়ার পর কেকেআরের লোগো চাপড়ে তার সেলিব্রেশন মনে ধরেছে কট্টর কেকেআর ভক্তদের। এর আগে শুধুমাত্র দিল্লীর হয়ে ক্লাব ক্রিকেট খেলা এই তারকা যেভাবে মিলিয়ন ডলার লিগে নিজের অভিষেকে নজর কেড়েছেন সেই নিয়ে উচ্ছসিত চন্দ্রকান্ত পন্ডিতও। হাওয়ার মধ্যে যেভাবে বল ভাসিয়ে দেন, সেই ভঙ্গের জন্য আগে থেকে তার বল আন্দাজ করা মুশকিল হয়ে পড়ে ব্যাটারদের পক্ষে। রহস্য স্পিনার নিয়ে কেকেআরের একটা সুনাম রয়েছে বরাবরই। অজন্তা মেন্ডিস, সুনীল নারায়ণ, পীযুষ চাওলা, সচিত্র সেনানায়েক, বরুন চক্রবর্তীর পর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম।

Reetabrata Deb

সম্পর্কিত খবর