মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বড় ঝটকা দিল WHO, দেখাল ট্রাম্পের বিপক্ষে যুক্তি

বাংলাহান্ট ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিপক্ষে ফের যুক্তি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জানাল মার্কিন রাষ্ট্রপতির ব্যাখ্যা সম্পূর্ণ ভুল। মহামারি করোনা ভাইরাস চীনের গন্ডি ছাড়িয়ে বহু আগেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা।

আমেরিকায় করোনা প্রভাব
আমেরিকায় ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের এবং মৃতের সংখ্যা। ক্রমশই দুর্বল হয়ে পড়ছে সুপার পাওয়ার আমেরিকা। ধীরে ধীরে বাড়ছে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দেড় লক্ষ ছুঁইছুঁই। প্রতিদিন গড়ে ২৫ হাজার করে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। ধীরে ধীরে এই করোনা আক্রান্তের সংখ্যাই রাতের ঘুম কারছে মার্কিন রাষ্ট্রপতির।

612632

ট্রাম্পের সিদ্ধান্ত
যে জনসংখ্যাকে নিয়ে এতদিন ধরে ট্রাম্প সরকার গর্ব করতেন, এবার সেই জনসংখ্যাকে নিয়েই সংশয়ে রয়েছেন তিনি। যার জেরে আসন্ন নভেম্বরের নির্বাচন নিয়ে কিছুটা চিন্তায়ই রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে করোনা আক্রান্তদের সংখ্যা কম করার জন্য করোনা টেস্ট কম করার পরামর্শ দিচ্ছেন তিনি।

আসন্ন নির্বাচনের জন্য একটি সভা র‍্যলিতে তিনি করোনা সংকটের দিনে ২৫ মিলিয়ন মানুষের টেস্ট করা হয়েছে বলেও জানালেন। পাশাপাশি তিনি আরও জানালেন, যত বেশি টেস্ট করা হচ্ছে, তত বেশি রোগের প্রকাশ ঘটছে। তাই এবার থেকে করোনা টেস্টের সংখ্যা কমাতে হবে। তাহলে আশা করা যাচ্ছে, করোনা রোগীর সংখ্যা অনেক কমবে।

who 6

WHO দিল বিপক্ষে যুক্তি
মার্কিন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে একেবারে খারিজ করে দিয়েছে WHO। তারা জানিয়েছেন, বেশি জনসংখ্যার দেশে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই করোনা সংক্রমণের গ্রাফ দ্রুত বাড়ছে। টেস্টের জন্য কখনই নয়। তাই কখনই করোনা টেস্ট কমানো উচিত নয়। যত বেশি টেস্ট করা হবে, তত বেশি করোনা সংক্রমিত মানুষ ধরা পড়বে। তাঁদের দ্রুত চিকিৎসা করে, পৃথিবীকে দ্রুতই সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর