বয়সে ২১ বছরের বড়, ডিভোর্সি, বউয়ের বিরুদ্ধে মারধোরের অভিযোগ! সুদীপার স্বামী অগ্নিদেবের প্রথম স্ত্রীকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদুনিয়ার অন্যতম পরিচিত মুখ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও তাঁকে ঘিরে থাকে সবসময়। পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনেও কম কটাক্ষ, সমালোচনার সম্মুখীন হননি তিনি। বিশেষ করে বয়সে ঢের বড় পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করার জন্য একসময় তুমুল ছিছিক্কারের মুখে পড়েছিলেন সুদীপা (Sudipa Chatterjee)।

সুদীপা (Sudipa Chatterjee) অগ্নিদেবের বয়সের ফারাক কত

সদ্য ৬০ এ পা দিলেন অগ্নিদেব। দুজনের মধ্যে বয়সের ফারাক ২১ বছরের। ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ সিরিয়ালের সময় প্রেম হয় দুজনের। ২০০৯ সাল থেকে লিভ ইন সম্পর্কে ছিলেন সুদীপা (Sudipa Chatterjee) অগ্নিদেব। সামাজিক বিয়ে ২০১০ সালে সেরে রাখলেও তা আইনসিদ্ধ ছিল না। শেষে ২০১৭ সালে আইনি বিয়ে করেন সুদীপা এবং অগ্নিদেব। এই সম্পর্ক এবং বিয়ে নিয়ে সমাজের কটুক্তি শুনতে হয়েছিল সুদীপাকে (Sudipa Chatterjee)। বলা হয়েছিল, বড়লোক পেয়ে নাকি অগ্নিদেবের সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি।

Who was sudipa chatterjee husband agnidev first wife

কে ছিলেন অগ্নিদেবের প্রথম স্ত্রী: সুদীপা (Sudipa Chatterjee) একবার জানিয়েছিলেন, তিনি জানতেন যে অগ্নিদেব ডিভোর্সি, কিন্তু তাঁর যে আগের পক্ষের এক সন্তান রয়েছে তা তিনি জানতেন না। আকাশের স্কুলে পড়ার সময় থেকেই সুদীপার (Sudipa Chatterjee) সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল অগ্নিদেবের। তবে জানেন কি, পরিচালকের প্রাক্তন স্ত্রী কে ছিলেন? তাঁর নাম ছিল দেবযানী। ২০০০ সালে প্রথম স্ত্রীর থেকে ডিভোর্স চেয়ে মামলা করেছিলেন অগ্নিদেব। মানসিক নির্যাতন এবং হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি স্ত্রীর বিরুদ্ধে।

আরো পড়ুন : TRP কমতেই এক ধাক্কায় রাতের স্লট, এই সিরিয়াল নিয়ে বিরাট সিদ্ধান্ত চ্যানেলের!

কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে: ২০০৫ সালে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মদ্যপ অবস্থায় অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল দেবযানীর বিরুদ্ধে। তিনি নাকি দাবি করেছিলেন, ১ কোটি টাকা খোরপোষ না দিলে ডিভোর্স দিতে রাজি নন তিনি। এদিকে অগ্নিদেব অভিযোগ করেছিলেন, তাঁর যোধপুর ফ্ল্যাটে থাকেন তাঁর প্রাক্তন স্ত্রী। ছেলে আকাশের লেখাপড়ার সব খরচও তাঁকেই চালাতে হয়।

আরো পড়ুন : আচমকাই বন্ধের মুখে TRP টপার মেগা! মাথায় হাত দর্শকদের, মুখ খুললেন নায়িকা

দেবযানীর বিরুদ্ধে বাড়িতে চড়াও হয়ে পরিচালকের হাতে কামড়ে দেওয়ার অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবে গড়িয়াহাট থানায় মহিলাদের আলাদা লকআপ সেল না থাকায় তিনি ছাড়া পান। এ বিষয়ে অবশ্য সংবাদ মাধ্যমের কাছে কখনো মুখ খোলেননি দেবযানী। বর্তমানে সুদীপা (Sudipa Chatterjee) আর দুই ছেলে আকাশ এবং আদিদেবকে নিয়ে সুখের সংসার অগ্নিদেবের। তাঁর প্রথম পক্ষের ছেলের সঙ্গেও দারুণ ভাব হয়ে গিয়েছে সুদীপার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর