বুমরাহ-রাহুল-গিল নন, ভারতের টেস্ট অধিনায়ক হতে চলেছেন এই তরুণ প্লেয়ার? শুরু জল্পনা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর, টিম ইন্ডিয়া (India National Cricket Team) বর্তমানে পরিবর্তনের এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। BCCI-এর নির্বাচন কমিটি আগামী সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য টেস্ট দল ঘোষণা করবে। এমতাবস্থায় রোহিত শর্মার পর, ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার জন্য অনেকের নাম সামনে আসছে। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে শুভমান গিল থেকে শুরু করে, কেএল রাহুল, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহের মতো তারকা খেলোয়াড়রা রয়েছেন। যদিও, আরও একজন ভারতীয় ক্রিকেটার আছেন যিনি পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার জন্য যোগ্য। কিন্তু, তাঁকে নিয়ে খুব কম আলোচনা হয়। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কে হবেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) টেস্ট অধিনায়ক:

ভারতের টেস্ট অধিনায়ক হওয়ার আরও এক যোগ্য দাবিদার: জানিয়ে রাখি যে, ক্রিকেটার তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়ায় (India National Cricket Team) নিজের জায়গা পাকাপোক্ত করা তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হওয়ার অন্যতম বড় দাবিদার। ২৩ বছর বয়সী যশস্বী জয়সওয়াল তাঁর নির্ভীক ব্যাটিংয়ের জন্য পরিচিত।

Who will be the captain of India National Cricket Team.

শুভমান গিলের চেয়ে ভালো টেস্ট রেকর্ড: প্রসঙ্গত উল্লেখ্য, যশস্বী জয়সওয়ালের টেস্ট রেকর্ড শুভমান গিলের চেয়ে ভালো। যশস্বী এখনও পর্যন্ত ভারতের (India National Cricket Team) হয়ে ১৯ টি টেস্ট ম্যাচে ৫২.৮৮ এভারেজে ১,৭৯৮ রান করেছেন। তিনি তাঁর টেস্ট কেরিয়ারে ৪ টি সেঞ্চুরি এবং ১০ টি হাফ-সেঞ্চুরিও করেছেন। যার মধ্যে ২ টি ডাবল সেঞ্চুরি রয়েছে। এদিকে, টেস্ট ক্রিকেটে যশস্বী জয়সওয়ালের সর্বোচ্চ রান ২১৪ রান। যশস্বী অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও টেস্ট সেঞ্চুরি করেছেন। অপরদিকে আমরা যদি শুভমান গিলের টেস্ট পারফরম্যান্সের দিকে তাকাই তাহলে দেখা যাবে, গিল ৩২ টি টেস্ট ম্যাচে ৩৫.০৬ এভারেজে ১,৮৯৩ রান করেছেন। শুভমান গিল তাঁর টেস্ট কেরিয়ারে ৫ টি সেঞ্চুরি এবং ৭ টি হাফ-সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে শুভমান গিলের সর্বোচ্চ রান হল ১২৮।

আরও পড়ুন: আমেরিকা-চিনও থাকবে পিছিয়ে! বিশ্বকে চমকে দিয়ে ক্রমশ এগোচ্ছে ভারতের অর্থনীতি, সামনে এল রিপোর্ট

শুভমান গিলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী: এদিকে, শুভমান গিল তাঁর টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত একটিও ডাবল সেঞ্চুরি করতে পারেননি। এছাড়াও, শুভমান কোনও SENA দেশে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) একটিও সেঞ্চুরি করেননি। বিদেশের মাটিতেও শুভমান গিলের ব্যাটিং এভারেজ খুব একটা ভালো নয়। শুভমান গিলের ব্যাট বিদেশের মাটিতে মাত্র ২৯.৫০ এভারেজে রান এনে দিয়েছে। এমন পরিস্থিতিতে, শুভমান গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, ভারত এবং বিদেশে যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত টেস্ট রেকর্ড রয়েছে। এমন পরিস্থিতিতে, শুভমান গিলের চেয়ে পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার জন্য জয়সওয়াল একজন শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছেন।

আরও পড়ুন: ইতিহাস গড়লেন নীরজ! কেরিয়ারে এই প্রথম যা করে দেখালেন….. অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রীও

উজ্জ্বল ভবিষ্যৎ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যশস্বী জয়সওয়ালের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তিনি দীর্ঘ সময় ধরে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) অধিনায়কত্বের ভূমিকা পালন করতে পারেন। যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ঝলক দেখা যায়। যশস্বী জয়সওয়াল যে ধরণের ব্যাটার তা বিবেচনা করলে, তিনি আগামী ১০ থেকে ১৫ বছর ভারতের হয়ে ক্রিকেট খেলতে পারবেন। যশস্বী এখনও পর্যন্ত ১ টি ODI ম্যাচে ১৫ রান করেছেন। তবে, তিনি ভারতের হয়ে ১৯ টি টেস্ট ম্যাচে করেছেন ১,৭৯৮ রান। এছাড়াও, যশস্বী ২৩ টি T20 ম্যাচে ৩৬.১৫ এভারেজে ৭২৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ১ টি সেঞ্চুরি এবং ৫ টি হাফ-সেঞ্চুরি।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X