বাংলাহান্ট ডেস্ক : আগামী লোকসভা ভোটে কার পাল্লা ভারী? কেই বা হতে পারেন প্রধানমন্ত্রী? কাকে প্রধানমন্ত্রী দেখতে চান দেশের মানুষ? এক বেসরকারি সর্বভারতীয় চ্যানেলের সমীক্ষা বলছে, প্রধানমন্ত্রী হিসেবে দেশের ৫৩ শতাংশ মানুষের পছন্দ নরেন্দ্র মোদি। ‘দেশের মানুষের ভাববেগ’ (মুড অব দ্য নেশনস)—শীর্ষক এক প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, মুদ্রাস্ফীতি, কোভিড-১৯ (Covid 19), ক্রমবর্ধমান তেলের দাম এবং বিগত দুই বছরে এনডিএ-এর নেতৃত্বাধীন সরকার নানা সমস্যায় থাকলেও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এখনও পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এই বিষয়ে কোনও সন্দেহ নেই।
মুড অফ দ্য নেশন-এর সমীক্ষায় বলা হয়েছে প্রায় ৫৩ শতাংশ মানুষ নরেন্দ্র মোদিকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করছেন। যেখানে মাত্র ৯ শতাংশের সমর্থন রাহুল গান্ধির প্রতি। সাত শতাংশ রয়েছেন আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে।
সমীক্ষার ফল জানাচ্ছে, বিরোধী হিসেবে কংগ্রেসকে পছন্দ করছেন ৪০ শতাংশ মানুষ। অন্যদিকে, ৩৪ শতাংশের মত কংগ্রেসের বিপক্ষে গিয়েছে।
কংগ্রেস কি আবার নিজের পুরনো প্রভাব-প্রতিপত্তি ফিরে পাবে? কার নেতৃত্বে কংগ্রেসের অতীত গৌরব ফিরতে পারে— এ প্রসঙ্গে ২৩ শতাংশ মানুষের বিশ্বাস রাহুলের হাত ধরে ঘুরে দাঁড়াবে দল। যেখানে ১৬ শতাংশ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পক্ষে রয়েছেন। আবার সচীন পাইলটের পক্ষে ১৪ শতাংশ মানুষ রয়েছেন। কিন্তু, যাঁকে সামনে রেখে কংগ্রেস মাটি শক্ত করার কথা ভাবছে, সেই প্রিয়ঙ্কা গান্ধির প্রতি আস্থা রেখেছেন মাত্র নয় শতাংশ মানুষ।
Who is best suited to be next PM? Who is best suited to lead the Opposition#MoodoftheNation| @rahulkanwal @sardesairajdeep pic.twitter.com/Gcb6DCTKWH
— IndiaToday (@IndiaToday) August 11, 2022
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১০ আগস্টের মধ্যে এই সমীক্ষাটি চালানো হয়। মোট ১,২২,০১৬ জনের মতামত চাওয়া হয়। সমীক্ষা অনুযায়ী, আজ নির্বাচন হলে এনডিএ সরকার ফের ক্ষমতায় আসবে। তবে দলবদলের কারণে বিহারে কিছু আসন হারাতে পারে বিজেপি। সমীক্ষা অনুসারে দেখা যাচ্ছে যে, আজ লোকসভা নির্বাচন হলে ৫৪৩ আসনের মধ্যে ৩০৭টি আসন পেতে পারে এনডিএ। ইউপিএ ১২৫টি এবং অন্যান্য দল ১১১টি আসন পাবে বলে আশা করা হচ্ছে।