বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর লড়াই শেষ হলেই শুরু হবে ক্রিকেটের আরেক মহাযুদ্ধ। যেটির জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। মূলত, আগামী ২ জুন থেকে শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এদিকে, চলতি বছরে T20 বিশ্বকাপ সম্পন্ন হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার বুকে। এমতাবস্থায়, বিশ্বকাপের জন্য আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে’র মধ্যে ঘোষণা করতে হবে দল।
যার ফলে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল জল্পনা। কোন কোন খেলোয়াড় টিমে সুযোগ পাবেন এই পরিপ্রেক্ষিতেই চলছে আলোচনার ঝড়। ঠিক এই আবহেই এবার ভারতীয় দল সম্পর্কে নিজের বয়ান জানালেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি, ভারতীয় দলের ওপেনারদের সম্পর্কে নিজের মতামত জানানো ছাড়াও উইকেটরক্ষক হিসেবে কে উপযুক্ত সেই বিষয়টিও উপস্থাপিত করেছেন তিনি। মহারাজ জানিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের ওপেনিংয়ের দায়িত্ব থাকা উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির কাছে। কারণ, এই দুই অভিজ্ঞ খেলোয়াড় প্রথম থেকেই একসাথে খেললে দল আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
এছাড়াও, ওপেনিং জুটি ভালো রান তুলে ফেললে পরের দিকে চাপমুক্ত হয়ে খেলা যাবে। যার ফলে সুবিধা পাবেন বাকি খেলোয়াড়েরা। এদিকে সৌরভ এটাও বলেন যে, T20 ফরম্যাটে ওপেনিং পারফরম্যান্স যথেষ্ট ভালো রয়েছে কোহলির। ওপেনিং করতে এসে শতরানও রয়েছে তাঁর। সৌরভ জানান, T20 বিশ্বকাপে ভারতের কাছে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল ভয় না পেয়ে খেলা। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের ভালো পারফরম্যান্স দেওয়ার বিষয়েই নজর রাখতে হবে।
আরও পড়ুন: নিজে তো ডুববেই সাথে এই পাঁচ দলকেও ডোবাবে RCB
টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের বিষয়ে কি জানালেন: এর পাশাপাশি, ভারতীয় দলের উইকেটরক্ষকের বিষয়েও নিজের মতামত জানিয়েছেন মহারাজ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, দলের উইকেটরক্ষকের বিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম তালিকায় রয়েছে। যাঁদের মধ্যে রয়েছে ঋষভ পন্থ থেকে শুরু করে ইশান কিষাণ, দীনেশ কার্তিক, কে এল রাহুল, সঞ্জু স্যামসনদের নাম। তাই, উইকেটরক্ষক কে হবেন এই বিষয়ে প্রথম থেকেই শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: লটারি লাগল ভিখারি পাকিস্তানের, খোঁজ মিলল বিপুল খাজনার, এবার খুলতে পারে ভাগ্য
তবে, সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, উইকেটরক্ষক হিসেবে দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থকেই তাঁর পছন্দ। তাঁকে এই পদের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে মনে করলেও সৌরভ এটাও স্বীকার করে নিয়েছেন যে, এই পদ নিয়ে জোরদার প্রতিযোগিতা হবে। এমন পরিস্থিতিতে, বাকি বিষয়টা ভারতীয় দলের নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। এমতাবস্থায় শেষপর্যন্ত T20 বিশ্বকাপের মঞ্চে ভারত কাদেরকে নিয়ে দল সাজায় সেটাই এখন দেখার বিষয়।