নিজে তো ডুববেই সাথে এই পাঁচ দলকেও ডোবাবে RCB

বাংলা হান্ট ডেস্ক: চলতি মরশুমের IPL (Indian Premier League) মোটেও ভালো গেলনা RCB (Royal Challengers Bengaluru)-র। কারণ, ইতিমধ্যেই ওই দল প্রায় ছিটকে গিয়েছে প্লে অফের লড়াই থেকে। বর্তমান পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখলে দেখা যাবে যে, এখনও পর্যন্ত ৮ টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়লাভ করে ২ পয়েন্টের সাথে একদম শেষ স্থানে রয়েছে বিরাট বাহিনী। তবে, প্লে-অফে স্থান পাওয়ার বিষয়টি RCB-র কাছে বন্ধ হতে বসলেও বেঙ্গালুরুর কারণে এবার চাপে পড়তে পারে পাঁচ-পাঁচটি দল।

হ্যাঁ, ঠিকই শুনেছেন। সোজা কথায় বললে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেই শুধু প্লে অফ থেকে বাদ পড়বে না। বরং, নিজের সঙ্গে আরও ৫ টি দলকেও ডোবাতে পারে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে জমজমাট হয়ে উঠেছে IPL-এর লড়াই। শুধু তাই নয়, এখন RCB-র দিকেও তাকিয়ে রয়েছে একাধিক দল। প্রসঙ্গত উল্লেখ্য যে, পয়েন্ট টেবিল অনুযায়ী প্রথম দু’টি স্থানে রয়েছে রাজস্থান এবং কলকাতা। যেখানে রাজস্থান ৮ টি ম্যাচ খেলে দাঁড়িয়ে রয়েছে ১৪ পয়েন্টে। পাশাপাশি কলকাতা সাতটি ম্যাচ খেলে হাসিল করেছে ১০ পয়েন্ট।

RCB can trouble these 5 teams in IPL.

উল্লেখযোগ্য বিষয় হল, উপরিউক্ত ওই দুই দলের সাথে আর ম্যাচ খেলবে না RCB। যার ফলে এই দুই দল চিন্তামুক্ত রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হল, RCB খেলবে আর ৬ টি ম্যাচ। আর সেখানেই ঘটতে পারে বিরাট কারনামা। শুধু তাই নয়, RCB স্বভাবতই চাইবে যে প্লে-অফে পৌঁছতে না পারলেও অন্তত পয়েন্ট টেবিলের কিছুটা ওপরের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করতে।

আরও পড়ুন: লটারি লাগল ভিখারি পাকিস্তানের, খোঁজ মিলল বিপুল খাজনার, এবার খুলতে পারে ভাগ্য

এমতাবস্থায়, RCB তার পরবর্তী ৬ টি ম্যাচ ফেলবে ৫ টি টিমের সাথে। যার মধ্যে গুজরাট টাইটান্সের সাথে রয়েছে ২ টি ম্যাচ। যার ফলে সব থেকে সমস্যায় পড়তে পারে গুজরাট। কারণ, পয়েন্ট টেবিলের ভিত্তিতে গুজরাট সপ্তম স্থানে রয়েছে। এই পরিস্থিতিতে তারা যদি RCB-র কাছে কোনোভাবে এই দু’টি ম্যাচ হেরে যায় তাহলে কঠিন হয়ে যাবে তাদের প্লে-অফে যাওয়ার লড়াই। এদিকে, RCB পরবর্তী ম্যাচ খেলবে হায়দ্রাবাদের সাথে। হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকলেও RCB-র কাছে জেতাটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কিন্তু এই পরিকল্পনাও ভেস্তে দিতে পারেন কোহলিরা।

আরও পড়ুন: পন্থ-হার্দিক নয়! রোহিতের পর ভারতের T20 অধিনায়ক হিসেবে এই প্লেয়ারকে দেখতে চান ভাজ্জি

সমস্যায় পড়তে পারে এই দলগুলিও: এর পাশাপাশি, RCB খেলবে পাঞ্জাব, দিল্লি এবং চেন্নাইয়ের সাথেও। ওই দলগুলি এখনও প্লে-অফের লড়াইতে থাকলেও RCB তাদের হারিয়ে দিয়ে তাদের প্লে-অফের সফর কঠিন করে দিতে পারে। আর এইভাবেই RCB নিজে প্লে-অফে পৌঁছতে না পারলেও এই পাঁচটি দলকে সমস্যায় ফেলতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর