বাংলাহান্ট ডেস্ক : আর কিছু দিনের মধ্যেই হয়তে দামামা বেজে যাবে পঞ্চায়েত ভোটের। কয়েকদিন আগেই একটি জেলার প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মন্তব্য করেন, যে কোনও দিন পঞ্চায়েত (Panchayat) ভোট ঘোষণা হয়ে যেতে পারে। তখন আর কাজ করার সময় পাবেন না। এখন যা করার ঝটপট করে নিন।
মঙ্গলবার জলপাইগুড়ির জেলার ধূপগুড়ির সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পরিষ্কার ভাবে বলে দেন, পঞ্চায়েত ভোটে কারা তৃণমূলের হয়ে টিকিট পাবেন, আর কারা পাবেন না।
তৃণমূলের পঞ্চায়েতের অধিকাংশ নেতার সম্পত্তির বহর দেখলে মাথা ঘুরে যাবে। অভিষেকও তা ভালো মতোই জানেন। তাই সেই কথা সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দেন, যাঁরা পঞ্চায়েতের উন্নতির জন্য কাজ না করে শুধু দুর্নীতি করেছেন, তাঁরা এবার টিকিট পাবে না। অভিষেকের বলেন, ‘আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের উপর আপনার টিকিট পাওয়া নির্ভর করবে না। আপনার সম্পর্কে মানুষের কী ধারণা সেটাই টিকিট পাওয়ার ক্ষেত্রে একমাত্র বিবেচ্য হবে।’ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন, ‘কোনও দাদা-দিদির পা ধরে পঞ্চায়েতে টিকিট পাওয়া যাবে না। যাঁদের পোষাবে না, তাঁরা অন্যদলে চলে যান। তৃণমূল কংগ্রেসের তাতে কিচ্ছু আসে যায় না।’
গত লোকসভা থেকেই উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফল বেশ হতাশাজনক। একুশের বিধানসভাতেও একই অবস্থা। তবে কিছুদিন আগেই পুরসভার ভোট ও শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে দারুণ সাফল্য পেয়েছে সবুজ শিবির।
গত পুরসভা নির্বাচনে বেশ কিছু জায়গায় প্রার্থী বদল করেছিল তৃণমূল। ফলে বেশ কিছু জায়গায় নির্দল প্রার্থী হয়ে দলের লোকরাই সবুজ শিবিরকে একটু সমস্যায় ফেলেছিল। কিন্তু সেক্ষেত্রেও সাংগঠনিক ভাবে কঠোর পদক্ষেপ করে তৃণমূল। এদিন অভিষেকের কথায় সেই ইঙ্গিত স্পষ্ট যে আসন্ন পঞ্চায়েতে নির্বাচনেও একই ধারা বজায় থাকবে।