বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে এক তৃণমূল নেতা (TMC Leader)। ২৮ তারিখ শুভেন্দুর (Suvendu Adhikari) সভায় গেলে তাদের সরকারি পরিষেবা পাওয়ার বিষয় নিয়ে হুমকি দিলেন ইন্দাসের তৃণমূলের ব্লক সভাপতি। এলাকার গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি নেতাদের (BJP Leader) ঘরে ঢুকে ঠান্ডা করতেও পারেন তিনি, এমনই দাবি করলেন ওই তৃণমূল নেতা।
বাঁকুড়ায় আগামী ২৮শে এপ্রিল ইন্দাস ব্লকের শাসপুরে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা। সেই সভার আগে সোমবার সন্ধ্যায় ইন্দাসে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস। সেই সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ এই বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘এবার আমাদের রাজনৈতিক রণকৌশল আমাদের নীতি আমাদের আদর্শকেই পরিবর্তন করতে হবে’।
তিনি হুমকি দিয়ে এদিন বলেন, ‘এলাকায় বিভিন্ন কর্মী রয়েছে, বিভিন্ন বুথ সভাপতি রয়েছে বিভিন্ন অঞ্চল নেতৃত্ব রয়েছে। সকলকে বলব খাতা কলম নিয়ে বসে থাকবেন। আগামী ২৮ তারিখ সাহসপুরে শুভেন্দু অধিকারী আসছে আপনার এলাকা থেকে কোন কোন মানুষ সেই সভাতে যাচ্ছে নামটা শুধু লিখে রাখবেন। তার ঘরের লক্ষীর ভান্ডার থেকে শুরু করে তার ঘরের কৃষক বন্ধু থেকে শুরু করে তার ঘরের ভাতা থেকে শুরু করে রাজ্য সরকারের প্রকল্পগুলো তারা পাচ্ছে সেটা বুঝবো। বাকিটা ইতিহাস করব।’
এখানেই শেষ নয়। সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি মনে করি বিজেপি নেতাদের শায়েস্তা করব, আমরা কোনও যাত্রা বা অনুষ্ঠানে নয় আমরা কোনও হাটে বাজারে নয়, আমরা বাড়িতে গিয়ে ঠান্ডা করার ক্ষমতা রাখি।’ তিনি আরও বলেন, ‘এলাকার ভালো কাজ করার জন্য এলাকার গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা লাঠি ধরতেও প্রস্তুত আছি’।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটা অভিযোগ করে আসছি পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। এতদিন ধরে ভারতীয় জনতা পার্টির লোকজনকে ওরা নিজের লোকজন এবং গুন্ডাদের দিয়ে দুর্নীতিবাজদের দিয়ে মারধর করছে। এবার এখন ওদের কাছে জনসমর্থন সরে গিয়েছে। এখন ওরা রাষ্ট্রীয় শক্তি কাজে লাগানোর চেষ্টা করছে যাতে সাধারণ মানুষকে জব্দ করা যায়’।