মাত্র এই কটা টাকা! জীবনের প্রথম উপার্জন কাকে দিয়েছিলেন রণবীর? চমকে দেবে নামটা

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘ক্যাসানোভা’ থেকে ফ্যামিলি ম্যান হয়ে উঠেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। ফিল্মি কেরিয়ারে একটা লম্বা সময় পর্যন্ত বহু মহিলার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে আলিয়া ভাট জীবনে আসতেই বদল হতে শুরু করে রণবীরের (Ranbir Kapoor)। এখন স্ত্রী আর কন্যাকে নিয়েই তাঁর জীবন। তবে আরো একজন রণবীরের (Ranbir Kapoor) মনের বড় কাছের তিনি হলেন তাঁর মা, নীতু কাপুর।

প্রথম রোজগার মাকেই দিয়েছিলেন রণবীর (Ranbir Kapoor)

ছোট থেকেই বেশি মা ঘেঁষা রণবীর (Ranbir Kapoor)। আর সেই কারণেই জীবনের প্রথম রোজগার এনেও মায়ের পায়ের কাছেই রেখেছিলেন অভিনেতা। কবে প্রথম উপার্জন করেন রণবীর (Ranbir Kapoor)? কত টাকাই বা রোজগার করেছিলেন তিনি? সমস্তটাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রণবীর (Ranbir Kapoor)। ছেলের প্রথম রোজগার দেখে কী প্রতিক্রিয়া ছিল নীতুর?

আরো পড়ুন : গোপনাঙ্গে জড়িয়ে ফণাতলা সাপ! ‘ছোঁবল খাবেন তো’, ভূমিকে নিয়ে চটুল ট্রোল নেটপাড়ায়

কোন ছবিতে প্রথম রোজগার করেন

এক সাক্ষাৎকারে রণবীর (Ranbir Kapoor) জানিয়েছিলেন, নিজের জীবনের প্রথম রোজগার এনে মায়ের পায়ের কাছে রেখেছিলেন তিনি। তাঁর প্রথম ছবি ছিল ‘প্রেম গ্রন্থ’। ১৯৯৬ সালে মুক্তি পায় ছবিটি। কী ভাবছেন, এই ছবিতে রণবীর (Ranbir Kapoor) কখন অভিনয় করলেন? না, এই ছবিতে তিনি অভিনয় করেননি। এটি আসলে রণবীরের (Ranbir Kapoor) কাকা রাজীব কাপুরের পরিচালিত ছবি ছিল। সেখানে তিনি কাকাকে সহযোগিতা করেছিলেন।

আরো পড়ুন : সতীন কাঁটা নিয়ে সংসার, ফের মা হচ্ছেন আরমানের দ্বিতীয় স্ত্রী কৃতিকা, কী বললেন ‘দুয়োরানি’ পায়েল?

কত টাকা পেয়েছিলেন

এই ছবিতে অ্যাসিস্ট করার জন্য মাত্র ২৫০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রণবীর (Ranbir Kapoor)। সেই টাকাটাই এনে নীতুর পায়ের কাছে রেখেছিলেন তিনি। টাকার অঙ্কটা সামান্য হলেও ছেলের প্রথম উপার্জন দেখে চোখে জল এসে গিয়েছিল নীতুর। আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

Ranbir Kapoor

বড়পর্দায় অভিনেতা হিসেবে রণবীরের প্রথম কাজ ‘সাওয়ারিয়া’। প্রথম ছবিতেই সাফল্য পেয়েছিলেন তিনি। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন রণবীর। রণবীরের ঝুলিতে রয়েছে আরো একটি বড় প্রোজেক্ট। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’এ মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। রামচন্দ্রের লুকে রণবীরের ছবি প্রকাশ্যে আসতেই বেড়েছে দর্শকদের আগ্রহ। এছাড়াও ধুম ৪ ছবিতেও অভিনয় করবেন রণবীর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর