বাংলা হান্ট ডেস্ক : ইতালির তাসকানিতে ২০১৭ সালে বিরাট অনুষ্কার বিয়ের অনুষ্ঠান ছিল রূপকথার মতো । দেড় বছর পার হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের।কিন্তু প্রেমে এতটুকু ঘাটতি আসেনি তাদের। ঘাটতি আসেনি কাজে। বলিউডেও একের পর এক হিট দিয়েছেন অনুষ্কা। বিরাট এর খেলাও মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু বিয়ের সিদ্ধান্ত কেন? এই প্রশ্ন অনেকবার করা হলেও উত্তর দেননি অভিনেত্রী।কিন্তু এবার একটি বিনোদন ম্যাগাজিনে খুললেন তিনি।বললেন, ‘আমার তখন বয়স ২৯ ৷ আমি আর বিরাট তখন শুধু প্রেমে ছিলাম ৷ অন্য কিছু ভাবার সময়ই ছিল না ৷ তাই আর দেরি করলাম না ! প্রেমের মানুষকে হাতছাড়া করতে নেই !’
বোঝাই যায় প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন এই দুই তারকা। তাই আর সময় নষ্ট না করে ঝটপট সেরেই ফেলেছেন বিবাহ পর্ব।