বাংলাহান্ট ডেস্ক : তাঁদের বিচ্ছেদের পর কেটে গিয়েছে এক দশকেরও বেশি সময়। কিন্তু মুখরোচক চর্চার বিরাম নেই এখনও। তাঁরা হলেন বলিউডের অন্যতম চর্চিত প্রাক্তন জুটি সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। দীর্ঘ অভিনয় কেরিয়ারে কম নায়িকাদের সঙ্গে নাম জড়ায়নি ভাইজানের। কিন্তু তাঁদের সকলের মধ্যে ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) নিয়ে কানাঘুষো এখনও অব্যাহত রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরে।
সলমন-ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বিচ্ছেদ আজও চর্চায় বলিউডে
কেরিয়ারের একেবারে শুরুর দিকে সলমন ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) প্রেম এবং অতঃপর বিচ্ছেদ নিয়ে ঝড় উঠেছিল বলিউডে। কিন্তু ওই টালমাটাল পরিস্থিতিতেও মুখে কুলুপ দিয়ে রেখেছিলেন অভিনেত্রী। মিডিয়ার চাপও এতটুকু টলাতে পারেনি তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজ্ঞাপন বিশেষজ্ঞ প্রহ্লাদ কক্কর মুখ খোলেন ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বিষয়ে। একসময় অভিনেত্রী আর তিনি থাকতেন একই বিল্ডিংয়ে।

নীরবতা বজায় রাখেন ঐশ্বর্য: বিশ্বসুন্দরীর বিষয়ে প্রহ্লাদ বলেন, ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সহজে কারোর সামনে মুখও খোলেন না তিনি। তাঁর কিছু ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন। একমাত্র তাঁদের কাছেই মনের কথা খুলে বলেন তিনি। সলমনের সঙ্গে বিতর্কে ঐশ্বর্যর নীরবতার প্রশংসা করেন প্রহ্লাদ। তিনি বলেন, ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) খুব কম বয়সেই বুঝে গিয়েছিলেন যে তাঁর নীরবতাই তাঁর মর্যাদা। আর এটা ছিল মিডিয়ার সবথেকে বেশি মাথাব্যথার কারণ। তাই অভিনেত্রীকে টেনে নামানোর চেষ্টা করত মিডিয়ার একাংশ।
আরও পড়ুন : চন্দননগরের প্ল্যান বাতিল? কুছ পরোয়া নেই, রইল কলকাতার শতাব্দী প্রাচীন কিছু জগদ্ধাত্রী পুজোর খোঁজ
সমস্যা অব্যাহত ছিল সম্পর্কে: সলমন ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সম্পর্ক নিয়েও এর আগে মুখ খুলেছিলেন প্রহ্লাদ। একই বিল্ডিংয়ে থাকার সুবাদে অনেক কিছুর সাক্ষী থেকেছিলেন তিনি। সলমনের বিষয়ে প্রহ্লাদ জানান, খুব হাঙ্গামা করতেন তিনি। দেওয়ালে মাথা ঠুকতেন। সম্পর্ক আনুষ্ঠানিক ভাবে শেষ হওয়ার অনেক আগেই তা শেষ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : সঞ্চালনাই ‘টার্নিং পয়েন্ট’, অভিনয় যা দেয়নি তা দিয়েছে দিদি নাম্বার ওয়ান! অকপট রচনা
তবে প্রহ্লাদের কথায়, সম্পর্কটা শেষ হওয়া সকলের কাছেই স্বস্তিদায়ক ছিল। কিন্তু সলমনের সঙ্গে বিচ্ছেদের জেরে ঐশ্বর্য যতটা না আঘাত পেয়েছিলেন, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন যখন সকলে অভিনেতারই পক্ষ নিয়েছিল।













