বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়া (India National Cricket Team)। এই দলে নির্বাচকরা বেশ কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্ত নেন। পাশাপাশি, রিঙ্কু সিং থেকে শুরু করে কেএল রাহুল, শুভমান গিলের মতো খেলোয়াড়দের বাদ দিয়ে দেওয়া হয় এই দল থেকে। অন্যদিকে ঋষভ পন্থ দলে ফিরেছিলেন। এদিকে, সুযোগ পেয়েছেন শিবম দুবে। পাশাপাশি, হার্দিক পান্ডিয়া দলের সহ-অধিনায়ক হিসেবে বিবেচিত হচ্ছেন। এমতাবস্থায়, কিভাবে এবং কি কি বিষয় মাথায় রেখে টিম ইন্ডিয়া নির্বাচন করা হল এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য সামনে এনেছেন রোহিত শর্মা এবং অজিত আগরকার।
কেএল রাহুলকে বাদ দেওয়ার কারণ: এই প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকার জানিয়েছেন, কেএল রাহুল খুবই প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু টিমে যে স্লট খালি রয়েছে সেই অনুযায়ী দল নির্বাচন করা হয়েছে। আগরকারের মতে, সঞ্জু স্যামসন মিডল অর্ডার এবং টপ অর্ডার উভয়েই ব্যাট করতে পারেন। তাই, তিনি সুযোগ পেয়েছেন।
কেন T20 খেললেন না রোহিত: এদিকে, রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কেন তিনি দীর্ঘদিন T20 ক্রিকেট খেলেননি? এই প্রশ্নের জবাবে রোহিত বলেন, “আমি T20 খেলিনি কারণ ODI বিশ্বকাপ ছিল। আমি সবসময় টেস্ট ক্রিকেট খেলি। পাশাপাশি, আমি ২০২২-এর T20 বিশ্বকাপের জন্য অনেক ODI ম্যাচ মিস করেছিলাম।”
কে করবেন ওপেনিং: রোহিত শর্মা বলেছেন, T20 বিশ্বকাপে সব বিকল্প খোলা আছে। পিচ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। রোহিতের মতে, প্লেয়িং ইলেভেনের কম্বিনেশনও ঠিক করা হবে পিচ দেখে। রোহিত জানান, টপ অর্ডার সেট করা আছে। কিন্তু তিনি চান মিডল অর্ডারের খেলোয়াড়রা আউট হওয়ার চিন্তা না করে স্বাধীনভাবে ব্যাট করুক।
বল করবেন শিবম দুবে: সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন, তিনি শিবম দুবেকে দিয়ে বোলিং করাবেন। IPL-এ খুব বেশি বোলিং না করলেও T20 বিশ্বকাপে এই দায়িত্ব পালন করতে হবে দুবেকে। হার্দিক পান্ডিয়াও একই কাজ করবেন। তাঁর ফিটনেস অনুযায়ী ভূমিকা দেওয়া হবে।
আরও পড়ুন: IPL-এর মাঝেই চরম বিপাকে KKR! ফিল সল্টের আগেই দেশে ফিরলেন এই তারকা ব্যাটার
কেন বাদ পড়লেন রিঙ্কু সিং: T20 বিশ্বকাপের দলে রিঙ্কু সিংকে না নেওয়ার কারণও সামনে এসেছে। অজিত আগরকার জানান যে, রিঙ্কু সিংকে দলে না নেওয়াটা সবচেয়ে কঠিন ছিল। রিঙ্কু সিংয়ের কোনো দোষ ছিল না। সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র টিম কম্বিনেশন অনুযায়ী। রোহিত একটি অতিরিক্ত স্পিন বোলিংয়ের বিকল্প চেয়েছিলেন।
আরও পড়ুন: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসছে চিনের “যম”! ড্রাগনকে শিক্ষা দিতে বিরাট পদক্ষেপ আমেরিকার
T20 বিশ্বকাপের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল, শিবম দুবে।