KKR-এর বিরুদ্ধে কেন সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামলেন রাহুলরা? সামনে এল কারণ

বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে IPL (Indian Premier League)-এর লড়াই। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের রুদ্ধশ্বাস পারফরম্যান্স পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, IPL-এর ২৮ তম ম্যাচে LSG-র মুখোমুখি হয়েছিল KKR। ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়া ওই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন।

তবে, জানিয়ে রাখি যে এই ম্যাচে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিলক্ষিত হয়। যেখানে প্লেয়িং ইলেভেনে ছিলেন না দলের অন্যতম তারকা খেলোয়াড় রিঙ্কু সিং। বরং, তাঁর পরিবর্তে দলের পেস বিভাগকে শক্তিশালী করে তোলার জন্য এই ম্যাচে নিয়ে আসা হয় হর্ষিত রানাকে। অপরদিকে, LSG-র হাত ধরে IPL-এর মঞ্চে আজকের এই ম্যাচে অভিষেক ঘটে ওয়েস্ট ইন্ডিয়ান পেসার শামার জোসেফের। পাশাপাশি, ওই দল দীপক হুদা এবং মহসিন খানকে ফিরিয়ে আনে।

   

আরও পড়ুন: কেন KKR-এর প্রথম একাদশে জায়গা হল না রিঙ্কু সিংয়ের? ফাঁস হল আসল কারণ

তবে, শেষ পর্যন্ত এই ম্যাচে বাজিমাত করে KKR। মূলত, প্রথমে ব্যাট করতে নেমে LSG নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে করে ১৬১ রান। যার জবাবে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারেই নির্ধারিত রান করে ফেলে KKR। আর এইভাবেই ২৬ টি বাকি থাকতেই ৮ উইকেটে জিতে ম্যাচটি KKR পকেটে পুরে নেয়। যদিও, আজকের এই ম্যাচে আরেকটি বিষয় সকলের নজর কেড়েছে। মূলত, আজ LSG-র খেলোয়াড়েরা মেরুন এবং সবুজ রঙে জার্সি পরে মাঠে নেমেছিলেন।

আরও পড়ুন: ফের ভারত বিদ্বেষী নিকেশ পাকিস্তানে, লাহোরে ভরা বাজারে খুন সরবজিতের হত্যাকারী

কেন জার্সির রঙে হল পরিবর্তন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মোহনবাগান সুপার জায়ান্টের জার্সি থেকে অনুপ্রাণিত হয়ে LSG খেলোয়াড়রা মেরুন এবং সবুজ জার্সি পরে মাঠে নামেন। উল্লেখ্য যে, মোহনবাগান সুপার জায়ান্ট ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, LSG এবং মোহনবাগান সুপার জায়ান্ট উভয়েরই মালিকানা একই। আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ক্রিকেট দলের পাশাপাশি ফুটবল ক্লাবের বেশিরভাগ অংশীদারিত্বের মালিক।

আজকের দল:
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেট রক্ষক), কুইন্টন ডি কক, দীপক হুদা, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, শমার জোসেফ, মহসিন খান।

কলকাতা নাইট রাইডার্স: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আংক্রিশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেইল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর