ফের ভারত বিদ্বেষী নিকেশ পাকিস্তানে, লাহোরে ভরা বাজারে খুন সরবজিতের হত্যাকারী

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের (Pakistan) কারাগারে বন্দী থাকা ভারতীয় সরবজিত সিং (Sarabjeet Singh) হত্যার অভিযুক্ত এবং সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার ঘনিষ্ঠ সহযোগী আমির সরফরাজ তাম্বাকে রবিবার লাহোরে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে।

ইতিমধ্যেই, সরকারি সূত্রের তরফে এই তথ্য জানানো হয়েছে। সূত্রটি জানিয়েছে যে, তাম্বা পাকিস্তানের লাহোরের ইসলামপুরা এলাকায় মোটরসাইকেলে সওয়ার থাকা হামলাকারীদের দ্বারা আক্রান্ত হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানেই তার মৃত্যু ঘটে।

Sarabjit Singh's murderer was killed in a crowded bazaar in Lahore.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কড়া সুরক্ষার মধ্যে থাকা লাখপত কারাগারের অভ্যন্তরে তাম্বা সহ অন্যান্য বন্দীদের দ্বারা নির্মমভাবে আক্রমণের কয়েকদিন পর সরবজিত সিং ২০১৩ সালের ২ মে সকালে লাহোরের জিন্নাহ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই সময়ে তাঁর বয়স ছিল ৪৯ বছর। ওই হামলার পর সরবজিতের প্রায় এক সপ্তাহ জ্ঞান ছিল না।

আরও পড়ুন: কেন KKR-এর প্রথম একাদশে জায়গা হল না রিঙ্কু সিংয়ের? ফাঁস হল আসল কারণ

এদিকে, জানা গিয়েছে, তাম্বা ১৯৭৯ সালে লাহোরে জন্মগ্রহণ করে এবং সে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতার ঘনিষ্ঠ সহযোগী ছিল। ইট ও লোহার রড দিয়ে আক্রমণ করা হয় সরবজিতের ওপর। সেই আক্রমণে তাম্বাও যুক্ত ছিল।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল সংঘর্ষের জের, আরও বাড়তে চলেছে পেট্রোল-ডিজেলের দাম? আশঙ্কায় ভারত

জানা গিয়েছে যে, পাকিস্তানি বন্দীদের একটি দল ইট ও লোহার রড দিয়ে সরবজিতকে আক্রমণ করে। জানিয়ে রাখি, ১৯৯০ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল সরবজিত সিংকে। পরবর্তীকালে তাঁকে মৃত্যুদন্ডও দেওয়া হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর