‘পাথরের সঙ্গে প্রেম করে ভাগ্যশ্রী’, কেন বলেছিলেন ঋষি কাপুর?

বাংলাহান্ট ডেস্ক : ৯০-এর দশকের বলি (Bollywood) তারকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। ছোট পর্দার হাত ধরে শুরু করেছিলেন ক্যারিয়ার। ১৯৮৯ সালে শুরু করেন কেরিয়ারের দ্বিতীয় জার্নি। সালমানের (Salman Khan) বিপরীতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবির অভিনেত্রী ভাগ্যশ্রী (Bhagyashree)। রাতারাতি বলিউডে জনপ্রিয় হয়ে ওঠেন এই দুই তারকা।

ক্যারিয়ারের একদম দোড়গোড়াতেই অভিনেতা হিমালয় দাসানিকে বিয়ে করেন অভিনেত্রী। এরপর কিছুটা হলেও ধীর গতিতে চলতে শুরু করে তাঁর অভিনয় জগৎ। এমন বহু ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন যে ছবি গুলি পরবর্তীতে ব্যাপক ব্যবসা করেছিল বক্স অফিসে। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁর স্বামীকে ছাড়া অন্য কোনও অভিনেতার সঙ্গে অভিনয় করবেন না তিনি।

Bhagyashree

একটা সময় আরকে প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকতেন বলিপাড়ার তারকারা। কিন্তু সেই প্রযোজনা সংস্থার কাজই নাকি ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। আর এতেই রেগে লাল হয়ে গিয়েছিলেন রাজ, রণধীর এবং ঋষি কপূররা। এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন ঋষি কপূর।

Bhagyashree

১৯৯১ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল আরকে প্রযোজনা সংস্থার ‘হেনা’ ছবিটি। এই ছবিতে কাজ করার জন্যই নাকি প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ভাগ্যশ্রী। তবে মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এই বিষয়ে এক সাক্ষাৎকারে ঋষি কপূরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আরকে প্রযোজনা সংস্থা তারকাদের পিছনে ছুটত না বরং অভিনেতা-অভিনেত্রী বানাত। তবে অবশ্যই ভাগ্যশ্রী প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় আমরা কষ্ট পেয়েছিলাম’।

Bhagyashree

এরপরই বিস্ফোরক মন্তব্য করে বসেন অভিনেতা। বলেন, ‘পাথরকে ভালোবেসে বিয়ে করেছে ও। আমি অবশ্যই পাথর বলতে হিমালয়কেই বোঝাচ্ছি’। যদিও তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দেননি অভিনেত্রী। তবে অভিনয় জগৎ থেকে অভিনেত্রী নিজেকে সরিয়ে নিলেও মায়ের দেখানো পথেই হেঁটেছেন তাঁর দুই সন্তান। ‘মর্দ কো দর্দ নেহি হোতা’ ছবিতে দেখা গেছে অভিনেত্রীর পুত্র অভিমন্যুকে। অন্যদিকে ‘মিথ্যা’ ওয়েব সিরিজের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছেন তাঁর কন্যা অবন্তিকা।


additiya

সম্পর্কিত খবর