জি বাংলায় বড় পরিবর্তন, প্রথম বার দুর্গা রূপে ইধিকা, হঠাৎ বাদ পড়লেন কেন শুভশ্রী?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : লম্বা প্রতীক্ষার অবসান। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল জি বাংলার মহালয়ার (Serial) অনুষ্ঠান নিয়ে। দেবী দুর্গা রূপে কাকে দেখা যাবে তা নিয়ে অব্যাহত ছিল চর্চা। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘পিলু’ (Serial) অভিনেত্রী তথা বড়পর্দার ‘কিশোরী’কে এবার দেখা যাবে মা দুর্গার ভূমিকায়। অবশেষে টিজার প্রকাশ্যে আসতেই জল্পনায় পড়ল শিলমোহর।

জি বাংলার মহালয়ায় (Serial) দুর্গা ইধিকা

এ বছর জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম ‘জাগো মা জাগো দুর্গা’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের প্রথম ঝলক। সেখানেই দুর্গারূপী ইধিকাকে (Serial) দেখে উচ্ছ্বসিত দর্শকরা। প্রথম ঝলকেই দর্শকদের চমক দিয়েছেন ইধিকা। একই সঙ্গে আভাস মিলেছে, অন্যান্য বারের থেকে এবারের মহালয়ার অনুষ্ঠান অন্য রকম হতে চলেছে জি বাংলা চ্যানেলে।

Why didn't subhashree ganguly get a chance in zee bangla serial mahalaya

কেন বাদ পড়লেন শুভশ্রী: জি বাংলার মহালয়া নিয়ে এবার একাধিক গুঞ্জন যাচ্ছিল। কানাঘুষো আগেই শোনা গিয়েছিল, জি বাংলার মহালয়ায় দেবী দুর্গা রূপে অভিনয়ের জন্য নাকি ‘পিলু’ (Serial) অভিনেত্রী ইধিকার কাছে প্রস্তাব গিয়েছে চ্যানেলের তরফে। তবে তখনও চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। এও শোনা গিয়েছিল, এবারেও নাকি প্রথমে শুভশ্রীর কাছেই গিয়েছিল প্রস্তাব। কিন্তু তিনি ছবি, ওয়েব সিরিজের কাজে ব্যস্ত। তাই ‘হ্যাঁ’ করেননি।

আরও পড়ুন : কেন্দ্রের ১৪৩৪ কোটি টাকার প্রকল্প! কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড কবে থেকে বিলি হবে? এল বড় আপডেট

চূড়ান্ত নির্বাচন ইধিকাকেই: মাঝে কৌশানী মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছিল। কিন্তু চ্যানেলের তরফেই নাকি আর এগোনো হয়নি কথা। শেষমেষ নির্বাচন করা হয়েছে ইধিকাকেই (Serial)। এই প্রথম ছোটপর্দার মহালয়ায় দেবী দুর্গা রূপে দেখা মিলবে তাঁর। ইধিকাকে এই অবতারে দেখার জন্য আগ্রহী হয়ে রয়েছেন দর্শকরাও।

আরও পড়ুন : “দিদির নির্দেশ মানেই কল্যাণদার নির্দেশ”, দলে ‘কোণঠাসা’ সাংসদের পাশে দাঁড়িয়ে সওয়াল রচনার

প্রতি বছর জি বাংলার মহালয়ায় মা দুর্গা রূপে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁর জায়গা একরকম পাকাই হয়ে রয়েছে চ্যানেলে। মাঝে এক বছর তিনি অন্তঃসত্ত্বা থাকায় দুর্গা রূপে ধরা দিয়েছিলেন ‘জগদ্ধাত্রী’ (Serial) নায়িকা অঙ্কিতা মল্লিক। এবারে ফের মুখবদল। ইধিকা এই অনুষ্ঠানকে কী নতুন মাত্রা দেন সেটাই দেখার অপেক্ষা।