৫৪-তেও রয়ে গিয়েছেন আইবুড়ো, এই অভিনেতার জন্যই কখনো নিজের সংসার পাননি টাবু!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের নায়করা কখনো কখনো অবিবাহিত থাকলেও নায়িকাদের মধ্যে এই রেওয়াজ তেমন নেই। তবে এক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে ব্যতিক্রমী টাবু (Tabu)। বলিউডের সুন্দরী এবং সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। দীর্ঘ অভিনয় কেরিয়ারে অগুন্তি চরিত্রে বহু পুরুষের হৃদয়ে আগুন জ্বালিয়েছেন তিনি। কিন্তু তাঁর মনের পাকাপাকি হদিশ পাননি কেউই। ৫৪ বছর বয়সে এসেও অবিবাহিত টাবু (Tabu)। এমনকি কোনো সম্পর্কে জড়ানোর কথাও শোনা যায় না তাঁর সম্পর্কে।

এক অভিনেতার জন্যই বিয়ে হয়নি টাবুর (Tabu)

টাবুর (Tabu) সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার প্রশংসা হয়েছে বহুবার। একাধিক নায়কের সঙ্গে অন স্ক্রিনে জুটি বেঁধেছেন তিনি। শোনা গিয়েছে প্রেমের গুঞ্জনও। কিন্তু কোনোটাই তেমন পাকাপোক্ত হয়নি। তবে ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যায়, এক নায়কের কারণেই নাকি আজো অবিবাহিত রয়ে গিয়েছেন টাবু। কে সেই নায়ক?

Why didn't tabu marry yet

গুঞ্জনের নেপথ্যে সত্যতা কী: তিনি অজয় দেবগণ। টাবুর (Tabu) সঙ্গে অজয়ের ‘বিশেষ’ সম্পর্কের জল্পনা বহুবার জায়গা করে নিয়েছে সংবাদ মাধ্যমে। তাঁদের মধ্যেকার রসায়নও নজর এড়ায় না কারোর। তবে সত্যিই কি অজয়ের জন্যই বিয়ে করা হয়ে ওঠেনি টাবুর (Tabu)? অভিনেত্রী নিজেই এ বিষয়ে মুখ খুলেছিলেন একবার। গুঞ্জনের উত্তরে বলেছিলেন, হ্যাঁ আবার না-ও। কীরকম?

আরো পড়ুন : ‘মিত্তির বাড়ি’ নিয়েই যত শোরগোল, ঘরের ছেলে আদৃতকে জায়গা দিতেই কোপ জনপ্রিয় মেগার ঘাড়ে!

টাবুকে চোখে চোখে রাখতেন অভিনেতা: আসলে টাবু জানিয়েছিলেন, তাঁর ভাই আর্য এবং অজয় ছিলেন ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু। দুজনে মিলে নাকি অভিনেত্রীকে চোখে চোখে রাখতেন। তাঁদের জন্য কোনো পুরুষের সঙ্গেই ঠিক ভাবে কথা বলা হয়ে ওঠেনি টাবুর (Tabu)। হয়নি প্রেমও। তাই বিয়েটাও আর করা হয়নি। টাবু বলেছিলেন, তিনি নাকি যে ছেলের সঙ্গেই বন্ধুত্ব পাতাতেন, তাকেই হুমকি দিয়ে তাড়িয়ে দিতেন অজয়। তাই একপ্রকার অভিনেতাকেই তাঁর বিয়ে না হওয়ার জন্য দায়ী করেন টাবু (Tabu)।

আরো পড়ুন : সোনার চামচ মুখে জন্ম, বলিউডের এই স্টারকিডদের সম্পত্তির খতিয়ান শুনলে মাথা ঘুরবে বনবন!

তবে অজয়ের সঙ্গে আজো তাঁর রয়ে গিয়েছে খুনসুটির সম্পর্ক। ক্যামেরার সামনেও তা বহুবার ধরা পড়েছে। যদিও ইন্ডাস্ট্রিতে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দুজনেই। টাবু এখনো আইবুড়ো থাকলেও কাজলের সঙ্গে প্রেম করে ভরা সংসার করছেন অজয়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর