বাংলাহান্ট ডেস্কঃ এখনও আইবুড়ো রয়েছেন, আর এভাবে থেকেই জীবনের বাকি দিনগুলো মন দিয়ে রাজনীতি করে যেতে চান দিলীপ ঘোষ (dilip ghosh)। রাজনীতিকদের বিয়ে করা উচিত নয় বলেই মনে করেন বিজেপির সদ্যপ্রাক্তন রাজ্য সভাপতি। তাহলে অনেকটা সময় পাওয়া যায় আর মন দিয়ে রাজনীতি করা যায়।
বিয়ে করলেই নানা রকম সমস্যা ঘিরে ধরবে আপনাকে, আবার কথাও শুনতে হবে- এমনটা জানিয়ে গান্ধীজির প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, ‘গান্ধীজি অত বড় ব্যক্তিত্ব হলেও, তাঁর জীবনে কম সমস্যা ছিল না। বিয়ে পর ছেলে মেয়ে বিগড়ে গেলে, কথা উঠবে- দেশের জন্য তো এত কিছু করলে, তাহলে পরিবারের জন্য কি করেছ?’
সমাজের জন্য কিছু করতে গেলে, মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকেন না- এমনটা মনে করেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘দেখবেন রাজনীতি দুনিয়ার বেশিরভাগ মানুষই অবিবাহিত। যারা বিবাহিত তাঁদের পরিবার এবং সামাজিক কর্তব্য অনেক বেশি। আর সেসব করতেই অর্ধেক সময় চলে যায়। আর দেখুন আমি যদি ৮ ঘণ্টার জায়গায় ১৮ ঘন্টা কাজ করি, তাহলে বেশি কাজ করার সঙ্গে সঙ্গে সাফল্যও বেশি আসবে’।
আসল কথা হল, দিলীপ ঘোষ বোঝাতে চেয়েছেন, অবিবাহিত মানুষ অনেক বেশি ফ্রি থাকেন। তাঁর জীবনে ঝামেলাও কম, তাই সে অনেক বেশি সময় দিতে পারেন রাজনীতিতে। তবে এই দিক থেকে দেখতে গেলে, একজন ঘোরতর সংসারী মানুষ হয়েও এত বছর ধরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন জ্যোতি বসু। তাঁর পক্ষে কি করে সম্ভব হল এমনটা?
এই প্রশ্নের উত্তর দিলীপ ঘোষ জানান, ‘জ্যোতি বসু সংগঠন করেননি, তিনি একজন আলাদা মানুষ। এলিট টাইপের লোক ছিলেন তিনি। সিদ্ধার্থশঙ্কর রায়ও তাই ছিলেন। তাঁরা পার্টিতে আসায়, তাঁদের শুধু দলের মুখ করে রাখা হয়েছিল’।