বাংলাহান্ট ডেস্ক : বাস কন্ডাকটরের (Bus Conductor) আঙুলের ফাঁকে নোটের তাড়া তো সকলেই দেখেছেন। টিকিট কাটার সময়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে আঙুলের ফাঁকে রেখে দেন কন্ডাকটররা (Bus Conductor)। সেখান থেকে টাকা ফেরত দিতে হোক আর না হোক, এক তাড়া নোট প্রত্যেক বাস কন্ডাকটরের (Bus Conductor) হাতেই লক্ষ্য করা যায়। কিন্তু এর কারণ কী তা কখনো ভেবে দেখেছেন?
আঙুলের ফাঁকে নোট রেখে দেন বাস কন্ডাকটররা (Bus Conductor)
জীবনে কখনো বাসে ওঠেননি, তন্ন তন্ন করে খুঁজলেও হয়তো এমন মানুষ পাওয়া যাবে না। দৈনন্দিন জীবনে স্কুল, কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্রে বা অন্য কোনো প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে বাসই ভরসা অনেকের। আর বাসে উঠলেই টিকিট কাটতে হয় কন্ডাকটরের (Bus Conductor) কাছে। প্রত্যেক বাস কন্ডাকটরের কাছেই একটি ব্যাগ থাকে। তা সত্ত্বেও আঙুলের ফাঁকে নোট রেখে দেন তাঁরা। ব্যাগের মধ্যে বাকি নোট এবং মূলত খুচরো পয়সা রাখা হয়।
আরো পড়ুন : Rape Case: আরজিকর কাণ্ডের মাঝেই বড় ঘটনা, স্কুল ছাত্রীকে ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির সাজা আদালতের
এর পেছনে কারণ কী জানেন
কখনো ভেবে দেখেছেন কি, কন্ডাকটরদের (Bus Conductor) এমন আঙুলের ফাঁকে নোট রাখার কারণ কী? আসলে এমন অনেক রহস্যই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের আশেপাশে। দৈনন্দিন জীবনে এমন অনেক রহস্যই হয়তো আমরা দেখে থাকি, কিন্তু যার নেপথ্যে কী কারণ থাকতে পারে তা তেমন ভাবে কখনো ভেবে দেখি না। এই প্রতিবেদনে জানাব বাস কন্ডাকটরের হাতে নোট রাখার অজানা কারণ।
আরো পড়ুন : Serial: টুইস্ট এনেও ফেরানো গেল না দর্শক, পতন ঘনিয়ে আসছে প্রাক্তন টপার সিরিয়ালের
বাস কন্ডাকটরদের এমন করার কারণের পেছনে একাধিক মতবাদ রয়েছে। তবে সবথেকে বেশি যে কথাটি শোনা যায় সেটাই থাকল এই প্রতিবেদনে। আসলে এক একটি বাসে যাত্রী সংখ্যা থাকে প্রচুর। তাদের মধ্যে অনেকেই ভাড়া দেওয়ার সময়ে বড় অঙ্কের নোট দেন। তাই খুচরো করতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই কিছু নোট আঙুলের ফাঁকে রাখেন তাঁরা।
মূলত ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোট আঙুলের ফাঁকে রেখে দেন বাস কন্ডাকটররা। কলকাতায় বেসরকারি বাসের কন্ডাকটরদের মধ্যে এমন দৃশ্য অতি পরিচিত। তবে সরকারি বাসে এমনটা খুব একটা দেখা যায় না।