বিয়েবাড়িতে নেচেই ২০০ কোটি! এখন আর নাচেন না কেন? চমকে দেবে শাহরুখের উত্তর

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের অন্যতম ধনী তারকা শাহরুখ খান (Shahrukh Khan)। দীর্ঘ অভিনয় কেরিয়ারে যেমন বহু ছবিতে অভিনয় করেছেন তিনি, তেমনি বহু ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত শাহরুখ (Shahrukh Khan)। তাঁর রোজগারের একটা বড় অংশই আসে বিভিন্ন ব্র্যান্ড শুট এবং বিজ্ঞাপনের মাধ্যমে। তবে তাঁর উপার্জনের অন্যতম মাধ্যম বিভিন্ন বিয়ে বাড়িতে নাচা। অন্তত এতদিন তেমনটাই ছিল।

বিয়েবাড়িতে নেচে রোজগার শাহরুখের (Shahrukh Khan)

বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অনেকেই বিয়ে বাড়িতে নেচে থাকেন। বিভিন্ন শিল্পপতি, খ্যাতনামা ব্যবসায়ীদের হেভিওয়েট বিয়েবাড়িতে তারকাদের নাচ খুব স্বাভাবিক একটি বিষয়। এতদিন শাহরুখকেও (Shahrukh Khan) বহু বিয়েবাড়িতেই নাচতে দেখা গিয়েছে। শোনা যায়, ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত নাকি প্রায় ২৫০ টি বিয়েবাড়িতে নেচেছিলেন অভিনেতা। এতগুলি বিয়েবাড়ি থেকে নাকি প্রায় ২০০ কোটি টাকা রোজগার করেছিলেন তিনি।

আরো পড়ুন : চুলোচুলি ছেড়ে সটান চুমু! কুণাল ঘোষের মুখে দেব-বন্দনা, পালটা এ কী করলেন সুপারস্টার!

নেচেছেন অম্বানির বিয়েতেও

শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচে নাকি প্রায় ৪ কোটি টাকা রোজগার করেছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সম্প্রতি অনন্ত অম্বানির বিয়েতেও নাচার জন্য নাকি ২-৩ কোটি টাকা নিয়েছিলেন কিং খান। তবে অম্বানির বিয়েতে তেমন ভাবে মঞ্চে উঠে নাচতে দেখা যায়নি শাহরুখকে (Shahrukh Khan)।

আরো পড়ুন : প্রয়াত সন্তানের জন্মদিনেই বিচ্ছেদের ঘোষণা, ৯ বছরের দাম্পত্য ভেঙে আলাদা টলিউড দম্পতি

এখন আর দেখা যায় না কেন

ইদানিং তেমন বিয়েবাড়িতে নাচতে দেখাও যায় না শাহরুখকে (Shahrukh Khan)। গুঞ্জন শোনা যায়, মাদক কাণ্ডে বড় ছেলে আরিয়ান খানের গ্রেফতারির পর থেকেই সচরাচর ক্যামেরার সামনে আসেন না অভিনেতা। নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি করণ জোহর তাঁকে প্রশ্নও করেছিলেন, এখন আর বিয়েবাড়িতে নাচতে কেন দেখা যায় না শাহরুখকে (Shahrukh Khan)? উত্তরে স্বভাবোচিত মেজাজে অভিনেতা বলেছিলেন, আগে তাঁর জামাই সাজার বয়স ছিল। এখন যা বয়স তাতে শ্বশুর ভাববে মানুষ। এই বয়সে লোকের বিয়েতে নাচাটা ভালো দেখায় না।

Shahrukh Khan

প্রসঙ্গত, আগামীতে ‘পাঠান ২’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। যশরাজের স্পাই ইউনিভার্সের অন্তর্গত শাহরুখের প্রথম ছবিটির জন্য গল্প লিখেছিলেন আব্বাস টায়ারওয়ালা। দ্বিতীয় ছবির জন্য তাঁরই দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। সংলাপ লেখার কাজও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর