প্রযুক্তি দুনিয়ার বাদশা ভারত, জেনে নিন কোন মন্ত্রে সফল ভারতীয়রা?

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) তথ্য প্রযুক্তির ( information technology) একটি সম্ভাবনাময় দিক আছে একথা বার বার বলে থাকেন বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরা। বলা যায় বর্তমান ভারতীয় প্রজন্ম তথ্য প্রযুক্তির দুনিয়া শাসন করছে। এর পেছনে রয়েছে ভারতীয় সুদীর্ঘ ঐতিহ্য।জেনে নিন কেন ভারতীয়রা তথ্য প্রযুক্তির দুনিয়ার একচেটিয়া আধিপত্য বিস্তার করতে পেরেছে।

images 2020 05 11T191033.445
পরিবর্তন কিংবা অনিশ্চিয়তাকে গ্রহণ করতে পারার মনোভাব- ভারতীয়রা বরাবরই ব্যাবসায়ীক ক্ষেত্রে ঝুঁকি নিতে প্রস্তুত। ভারতের সুদীর্ঘ কালের বানিজ্য অভিজ্ঞতা এই ভারতীয়দের রক্তে মিশে আছে। তাই যে কোনো পরিস্থিতি তে ভারতীয় সি ই ও রা অন্যান্য দের থেকে বেশী রিস্ক নিতে পারেন।

দূরদৃষ্টি – এক্ষেত্রেও ভারতীয়দের পক্ষে প্রথম সহায় পারম্পরিক সুদীর্ঘ কালের বানিজ্য অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার কারনেই ভারতীয়রা সাধারনত অনেকটা দূর থেকে ক্ষতি বা লাভ আঁচ করতে পারেন। এই গুন তাদের সফল নেতা হিসাবেও মান্যতা দিয়েছেন।

ভারতীয়রা অঙ্কে দক্ষ … অতি প্রাচীন কাল থেকেই ব্যবসায়ের মত ভারতীয়রা অঙ্কেও দক্ষ। শূন্যের আবিস্কার থেকে শুরু করে আধুনিক গনিতে অনেক কিছুই ভারতীয় সভ্যতার দান। সেই ধারা বজায় রেখে আজকের ভারতীয়রা অংকে অন্যান্য জাতির তুলনায় অনেকটাই এগিয়ে

শিক্ষা – দেখা যায় ২০১৬ সালের সমীক্ষা অনুযায়ী ৭৭.৫ শতাংশের আছে স্নাতক ডিগ্রি যেখানে মার্কিনিদের মাত্র ৩১.৬ শতাংশ ডিগ্রী ধারী। একই সাথে একটা বিশাল অংশের ভারতীয় টেকনোলজি ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা করেছে।

বৈচিত্র – ভারত মানেই ‘ নানা ভাষা নানা মত নানা পরিধান ‘ এই বৈচিত্রের মধ্যেও ভারত ক্রমশ উন্নতির পথে এগিয়ে চলেছে। ভারতীয়রাও শিশুকাল থেকেই বৈচিত্রের মধ্যে ঐক্যের শিক্ষা পেয়ে থাকে। তাই বিদেশের মাটিতে অন্যন্য সংস্কৃতির মানুষের সাথে তাদের মানিয়ে নিতে অসুবিধা হয় না।

সম্পর্কিত খবর