কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তিনি, জানালেন ভারতীয় মহিলা দলের শচীন টেন্ডুলকার মিতালী রাজ

বাংলা হাট ডেস্কঃ ভারতীয় মহিলা ক্রিকেটের এক বড় স্তম্ভ হলেন মিতালী রাজ। মিতালীকে এই মুহূর্তে ভারতীয় মহিলা ক্রিকেটের শচীন টেন্ডুলকারও বলা হয়ে থাকে। কারণ সারা বিশ্বজুড়ে মহিলাদের মধ্যে সবথেকে বেশি রান সংগ্রহ করেছেন মিতালীই। ভারতীয় দলের এই অধিনায়কের নামে রয়েছে একের পর এক রেকর্ড। তবে আশ্চর্যের কথা হল মিতালী কিন্তু প্রথমে ক্রিকেটের ভক্ত ছিলেন না।

শুনলে আশ্চর্য হবেন মহিলা ক্রিকেটে এক মাত্র সাত হাজারের বেশি রান করা এই ক্রিকেটার নিজের প্রথম জীবনে একজন নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন। বিশেষত ক্লাসিক্যাল ঘরানার ভীষণ অনুরাগী ছিলেন মিতালী। দীর্ঘদিন ভারতনাট্যমের প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। কিন্তু মিতালীর বাবা এবং ভাই ছিলেন ক্রিকেটার। আর তারাই চাইতেন তিনি ক্রিকেট খেলুন। কার্যত বাবার কথা রাখতে গিয়েই হাতে ব্যাট তুলে নিতে হয়েছিল এই ভারতীয় ক্রিকেটারকে।

১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে মিতালীর অভিষেক ঘটে। তারপর থেকেই দুনিয়া জুড়ে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন এই ব্যাটার। তার কপিবুক ব্যাটিং রীতিমত মুগ্ধ করেছে বিশেষজ্ঞদের। বর্ষীয়ান এই ক্রিকেটার এখনও নিজেকে প্রমাণ করে চলেছেন সমানতালে। এবার মিতালীর জীবনের আরেক রহস্য সামনে এলো। জানিয়ে রাখি ভারতীয় দলের এই অধিনায়ক এখনও কিন্তু সিঙ্গেল। কেন বিবাহের পথে হাঁটেননি মিতালী? এই প্রশ্নের জবাবে এবার নিজেই দিলেন তিনি।

cropped Mithali Raj 2

সম্প্রতি মিড ডে-কে দেওয়া এক ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, “অনেক আগে, যখন আমি খুব ছোট ছিলাম, এই চিন্তা আমার মাথায় এসেছিল। কিন্তু এখন যখন আমি বিবাহিতদের দেখি, তখন আমার মাথায় এই চিন্তা আর আসে না। আমি সিঙ্গেল হিসেবেই খুব খুশি হয়েছি।”

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর