বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হারের পর সেই অজিদের সামনেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে একাধিক তরুণ ক্রিকেটার সমৃদ্ধ সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আয়োজিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের (2024 T-20 World Cup) প্রস্তুতি এখান থেকেই শুরু হলো ভারতের। আর সিরিজের প্রথম ম্যাচে বিশাখাপত্তনামে হাড্ডাহাড্ডি লড়াই করার পর ফিনিশার রিঙ্কু সিং-এর (Rinku Singh) ব্যাটে ভর করে ১-০ ফলে এগিয়ে গেলো ভারত।
ফিনিশার রিঙ্কুর উত্থান:
আইপিএলে একের পর এক ম্যাচে দুর্দান্ত ফিনিশ করে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে চলেছিলেন রিঙ্কু গত মরশুমে। তখন থেকেই তাকে জাতীয় দলের সুযোগ দেওয়ার জন্য আওয়াজ উঠতেই শুরু করে। জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ফরমেটে এখনো ঠিক কেবলমাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তিনটি ম্যাচেই তিনি একজন দক্ষ ফিনিশারের ভূমিকা পালন করেছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরীক্ষা:
এর আগে রিঙ্কু সিং সাধারণত আইসিসি ক্ষমতা তালিকায় অনেক পিছিয়ে থাকা দলগুলির বিরুদ্ধে মাথার আমার সুযোগ পেয়েছিলেন। কাল প্রথম অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেলেন তিনি। ১৪ বলে ২২ রান করে নিজের দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত জয়।
আরও পড়ুন: শাহরুখের জায়গায় সৌরভ! বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন মহারাজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা মমতার
কেন ছক্কা পেলেন না রিঙ্কু:
কাল শেষ বল অবধি খেলা টেনে নিয়ে যায় অস্ট্রেলিয়া। এক বলে এক রান বাকি এমন অবস্থায় রিঙ্কু ছক্কা মেরে ম্যাচ ফিনিশ করেন। কিন্তু স্কোরবোর্ডে তার নামের সঙ্গে সেই ছয়টি রান যোগ হয়নি। কারণ শন অ্যাবটের ওই ডেলিভারিটি ছিল একটি নো বল। অর্থাৎ রিঙ্কু ছক্কা মারার আগেই ভারতীয় দল ম্যাচ জিতে যায় এবং সেই ছয়টি বাতিল ঘোষিত হয়। আইসিসির এই নিয়মের কারণেই ১৪ বলে ২৮ রানের বদলে ১৪ বলে ২২ রান করি সন্তুষ্ট থাকতে হয় রিঙ্কুকে।
আরও পড়ুন: ভারত সেরা দল ছিল না! বিশ্বকাপ শেষ হতেই রোহিত, কোহলিদের নিয়ে বোমা ফাটালেন গৌতম গম্ভীর
রিঙ্কুর বক্তব্য:
ম্যাচ শেষে অভিষেক নায়ার, আশীষ নেহেরা, অমিত মিশ্রদের সঙ্গে কথা বলতে এসে রিঙ্কু জানান যে ওই ছক্কাটি না পাওয়ার জন্য তার আফসোস রয়েছে ঠিকই, কিন্তু দলকে জেতাতে পেরে তিনি খুশি। আইপিএল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শেষ ওভারে পাঁচটি ছক্কা মেরে নিজের দলকে জেতানোর পর থেকে তার জীবনে আমূল পরিবর্তন ঘটেছে বলে জানান রিঙ্কু। এখন যে কোনও জায়গায় তিনি মাঠে নামলেই দর্শকদের প্রত্যাশা তার ওপর থাকে অনেক বেশি।