ফিটনেস ইস্যু, নাকি অন্য কিছু? কেন রোহিত শর্মা বাদ, জানালেন নির্বাচক প্রধান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৩ ম্যাচের একদিনের সিরিজ জানুয়ারি থেকে আরম্ভ হবে। এই সিরিজে রোহিত শর্মা বাইরে থাকায় লোকেশ রাহুল ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেবেন। চোটের কারণে সিরিজে খেলতে পারবেন না রোহিত শর্মা। ভারতের প্রধান নির্বাচক চেতন শর্মা শুক্রবার বলেছেন যে পরবর্তীকালের গুরুত্বপূর্ণ সিরিজ এবং বছরের শেষদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে রোহিত শর্মাকে তাড়াহুড়ো করে মাঠে না ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চেতন শর্মা বলেছেন যে, ‘সামনে গুরুত্বপূর্ণ কয়েকটা সিরিজ রয়েছে যেখানে রোহিতকে দলের প্রয়োজন। এ বছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রোহিতের এখন রিহ্যাবের প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত।’ লোকেশ রাহুল সিরিজে অধিনায়কত্ব নেবেন, অন্যদিকে পেসার যশপ্রীত বুমরাকে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলিও।

   

rohit sharma 3

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণার পর চেতন শর্মা বলেছেন, “আজকাল প্রচুর ক্রিকেট খেলতে হচ্ছে ক্রিকেটারদের। কোনো খেলোয়াড়ই চোট পেতে চায় না। সবাই খেলতে চায়। কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত পেতে চায় না।’ তিনি বলেন, ‘এই কারণেই রোহিতকে এই সিরিজে খেলা থেকে বিরত রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজের দল:
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর এবং মহম্মদ সিরাজ

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর