বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি। যদিও বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ২০২২ সালের জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। এরপর থেকে জেলের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে তাঁর। এবার পার্থর ‘ইচ্ছে’ নিয়ে সামনে আসছে বড় খবর!
ফের শুরু হচ্ছে পার্থর (Partha Chatterjee) ‘ইচ্ছে’?
নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে সরগরম বাংলা। এই মামলার সূত্রে গ্রেফতার হন পার্থ ও তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় টাকার পাহাড়! এরপরেই বন্ধ হয়ে যায় দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙা রোড স্থিত ‘ইচ্ছে’ নামের প্রাসাদোপম একটি বাড়ি। বিগত প্রায় আড়াই বছরে ধরে অযত্নেই পড়েছিল এই বাড়িটি। তবে এবার হঠাৎ করে সেখানে সাফসাফাই, মেরামতির কাজ শুরু হয়েছে বলে খবর।
সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পার্থর (Partha Chatterjee) পরিবারের একাধিক সদস্যের নামে একটি সংস্থা ছিল। পরবর্তীতে তা অর্পিতার মালিকানাধীন হয়। সংশ্লিষ্ট সংস্থার তত্ত্বাবধানেই ‘ইচ্ছে’ নামের ওই প্রাসাদোপম বাড়িটি কেনা হয়েছিল বলে খবর। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ রামনবমীতে দিকে দিকে মিছিল! ‘রাত দশটার মধ্যে বাংলা দখল হয়ে যাবে’! বিস্ফোরক শুভেন্দু
জানা যাচ্ছে, ওই বাড়িটির একাংশ অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হতো। অন্য অংশে হতো শ্যুটিং। তবে পার্থ-অর্পিতার গ্রেফতারির পর থেকে বাড়িটি বন্ধই ছিল। কেয়ারটেকার, নিরাপত্তারক্ষী কেউ ছিল না। এমতাবস্থায় একাধিকবার ‘ইচ্ছে’র (Ichhe) ভেতর চুরি হয় বলে খবর। একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম খুলে নিয়ে যাওয়া হয়।
তবে স্থানীয়রা জানাচ্ছেন, গত এক সপ্তাহ ধরে এই বাড়িতে মানুষের যাতায়াত শুরু হয়েছে। নতুন কেয়ারটেকার, নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। চলছে সাফসাফাই, মেরামতির কাজ। নিয়মিত কর্মীরা আসছেন। নতুন বৈদ্যুতিন সামগ্রী বসানো হচ্ছে।
পার্থর ‘ইচ্ছে’য় এই কর্মকাণ্ড শুরু হতেই স্থানীয়দের মনে মাথাচাড়া দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। তাহলে কি ফের নতুন করে এই প্রাসাদোপম বাড়িটি খোলা হচ্ছে? আবারও আগের মতো অনুষ্ঠান বাড়ি হিসেবে এটি ভাড়া দেওয়া হবে? দেখা দিয়েছে এই প্রশ্ন।
এদিকে পার্থর (Partha Chatterjee) কথা বলা হলে, বিগত প্রায় আড়াই বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিনের আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় পার্থর আইনজীবী যে কোনও শর্তে তাঁর মক্কেলের জামিনের আবেদন জানান। এই আবহে প্রাক্তন মন্ত্রীর ‘ইচ্ছে’ নিয়ে সামনে এল নয়া খবর।