Ekchokho.com 🇮🇳

ভারতে iPhone 17-এর উৎপাদন হবে ব্যাহত? চিনের এই চালেই বাড়ছে চিন্তা

Published on:

Published on:

Will iPhone 17 production in India be disrupted?

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরেই Apple তার আপকামিং iPhone 17 সিরিজ লঞ্চ করতে পারে। সেজন্যই প্রস্তুতি নিচ্ছে ওই সংস্থা। পাশাপাশি জোরকদমে চলছে iPhone 17 সিরিজের উৎপাদনও।
ঠিক এই আবহেই, iPhone প্রস্তুতকারী কোম্পানি Foxconn-এর নেওয়া একটি সিদ্ধান্ত বিরাট ধাক্কা দিয়েছে।

ব্যাহত হতে পারে iPhone 17-এর উৎপাদন:

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Foxconn তার ভারতীয় প্রোডাকশন ইউনিট থেকে ৩০০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানকে চিনে ফিরে যেতে বলেছে। ব্লুমবার্গ জানিয়েছে যে, এই সিদ্ধান্ত Apple-এর আপকামিং iPhone-এর প্রোডাকশন অপারেশনে বড় ধরণের সমস্যা তৈরি করতে পারে।

Will iPhone 17 production in India be disrupted?

রিপোর্টে বলা হয়েছে যে, iPhone 17 সিরিজের উৎপাদন শুরুর ঠিক আগে Foxconn-এর এই সিদ্ধান্তকে বাণিজ্য ও শুল্ক নিয়ে আমেরিকা ও চিনের মধ্যে চলমান দ্বন্দ্বের ফলস্বরূপ বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন: ১১ দিন আগেই করেন বিয়ে! আচমকাই মৃত্যু রোনাল্ডোর সতীর্থের! না ফেরার দেশে পাড়ি দিওগো জোতার

৩০০ জনেরও বেশি কর্মচারীকে চিনে ফিরতে বলা হয়েছে: ব্লুমবার্গ জানিয়েছে, চিন গত দুই মাসে ফক্সকন ভারতের অ্যাসেম্বলি প্ল্যান্ট থেকে ৩০০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানকে চিনে ফিরিয়ে নিয়েছে। কেন এই কর্মীদের প্রত্যাহার করা হয়েছে সেই সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যেই হবে বড় ঘোষণা! অপেক্ষার অবসান ঘটিয়ে সম্পন্ন হওয়ার পথে ভারত-আমেরিকার “ট্রেড ডিল”

Foxconn তাইওয়ানের কোম্পানি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Apple চিন থেকে iPhone এবং অন্যান্য ডিভাইসের উৎপাদন স্থানান্তরের পরিকল্পনা করছে। এর জন্য, সংস্থাটি তাদের সাপ্লাই চেনেও পরিবর্তন আনছে। এই আবহে, iPhone প্রস্তুতকারী সংস্থা Foxconn-ও ভারতে তাদের অ্যাসেম্বলি ইউনিট স্থাপন করেছে। ওই সংস্থাটি গত বছর ২.৫৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। উল্লেখ্য যে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভারতে ১ লক্ষ iPhone উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।