এবার পাকিস্তানে যাবেন মোদী? CHG বৈঠকের আমন্ত্রণ পাঠালেন শরীফ, জানুন পরিকল্পনা

বাংলা হান্ট ডেস্ক: পড়শি দেশ পাকিস্তান (Pakistan) আগামী অক্টোবরে কাউন্সিল অফ হেডস অফ গভর্নমেন্ট (CHG) বৈঠকের আয়োজন করছে। এদিকে, এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। প্রধানমন্ত্রী ছাড়াও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) অন্যান্য নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, এখনও পর্যন্ত পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ও পরিস্থিতির দিকে তাকালে বোঝা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী মোদীর ইসলামাবাদ যাওয়ার প্রশ্নই ওঠে না। এমতাবস্থায়, তিনি এই কর্মসূচিতে ভারতের প্রতিনিধিত্ব করতে কোনও মন্ত্রীকে পাঠান কি না, সেটাই এখন দেখার বিষয়।

আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান (Pakistan):

আগামী ১৫ থেকে ১৬ অক্টোবর পাকিস্তান (Pakistan) এই বৈঠকের আয়োজন করতে চলেছে। জানিয়ে রাখি যে, CHG-র আয়োজন পালা করে করে সমস্ত দেশে হয়। এটি রাষ্ট্রপ্রধান কাউন্সিলের পরে ইউরেশিয়ান গ্রুপের দ্বিতীয় সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্র প্রধানদের নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন। যদিও এই বছর তিনি কাজাখাস্তানে অংশগ্রহণ করতে অস্বীকার করেছিলেন। জুলাই মাসের শুরুতে সংসদ অধিবেশন শুরু হওয়ায় তিনি সেখানে যাননি।

Will prime minister Narendra Modi go to Pakistan.

জানা গিয়েছে যে, SCO CHG বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে পাকিস্তানের (Pakistan) আমন্ত্রণ নিয়ে ভারত সরকার এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। জম্মুতে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা পাকিস্তানে উচ্চ পর্যায়ের মন্ত্রীর সফরের প্রসঙ্গে নেতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। এদিকে, গত মাসে কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় পাকিস্তানের নাম নিয়ে বলেছিলেন যে তারা ইতিহাস থেকে কিছুই শেখেনি। তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদ এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে।

আরও পড়ুন: পাত্তা পেলনা কেউই! সবাইকে টপকে দেশে নাম্বার ওয়ান হল Tata-র এই গাড়ি, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের

উল্লেখ্য যে, পাকিস্তান (Pakistan) সফরকারী শেষ ভারতীয় বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। যিনি ২০১৫ সালে পাকিস্তান সফর করেছিলেন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির সম্ভাবনা কম। কারণ পাকিস্তান চায় ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করুক।

আরও পড়ুন: জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন এই ৫ টি জিনিস! ঘুরে যাবে ভাগ্যের চাকা, প্রতিটি ক্ষেত্রে হবে উন্নতি

এদিকে ভারত বলেছে, PoK-র অবৈধ দখল ছাড়া কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার আর কিছু বাকি নেই। জানিয়ে রাখি যে, SCO সম্ভবত একমাত্র বহুপাক্ষিক মঞ্চ যেখানে ভারত এবং পাকিস্তান (Pakistan) তাদের শত্রুতা সত্বেও একসাথে কাজ করতে সক্ষম হয়েছে। ভারত ও পাকিস্তান উভয়ই রাশিয়া ও চিনের নেতৃত্বাধীন এই গ্রুপের পূর্ণ সদস্য।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর