রিলায়েন্সের ৪৪ লক্ষ বিনিয়োগকারীর প্রত্যাশা হবে পূরণ? শুক্রবার “সারপ্রাইজ” দিতে পারেন আম্বানি

Published on:

Published on:

Will Reliance Industries meet investors' expectations.

বাংলা হান্ট ডেস্ক: ভারত তথা এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি আগামী শুক্রবার অর্থাৎ ২৯ অগাস্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) বার্ষিক সাধারণ সভায় (AGM) ৪৪ লক্ষ শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এমতাবস্থায়, বিনিয়োগকারীদের নজর এখন সেই দিকেই রয়েছে। অনুমান করা হচ্ছে মুকেশ আম্বানি কিছু বড় ঘোষণা করতে পারেন। এমনকি, এটাও মনে করা হচ্ছে যে, রিলায়েন্স বিশ্বের বৃহত্তম টেলিকম আইপিও আনতে পারে। যার জন্য বিনিয়োগকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

রিলায়েন্সের (Reliance Industries) বিনিয়োগকারীরা আশায় রয়েছেন:

ইতিমধ্যেই বোফা সিকিউরিটিজ জানিয়েছে যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি AGM-এ করা হয়। তাই, বিনিয়োগকারীরা IPO-র সম্ভাব্য সময়সীমা সম্পর্কে আপডেট চান। অর্থাৎ, সবাই এখন এটাই জানতে চান যে, দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি Jio-র IPO কবে আসবে। ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভায়, আম্বানি শেয়ারহোল্ডারদের বলেছিলেন যে তিনি ৫ বছরের মধ্যে একটি IPO-র মাধ্যমে টেলিকম এবং রিটেল ব্যবসা তালিকাভুক্ত করবেন। তারপর থেকে এই বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। তাই, রিলায়েন্সের (Reliance Industries) শেয়ারহোল্ডাররা Jio-র IPO সর্ম্পকিত তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Will Reliance Industries meet investors' expectations.

IPO-র জন্য ভালো সময়: এদিকে, Jio-র IPO নিয়ে আসার ক্ষেত্রে বাজারও ভালো হয়ে উঠেছে। টেলিকম কোম্পানিগুলির লাভ বাড়ছে এবং ব্যয় কমছে। বিএনপি পরিবা-র বিশ্লেষকরা মনে করছেন যে, আগামী দুই ত্রৈমাসিকে ট্যারিফ বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য যে, সম্প্রতি কিছু সস্তা প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে কোম্পানিটি লাভ করার দিকে মনোনিবেশ করছে। এছাড়াও, সম্প্রতি SEBI একটি প্রস্তাব রেখেছে। তাদের মতে, IPO-র পরে যেসব কোম্পানির মার্কেট ক্যাপ ৫ লক্ষ কোটির বেশি হবে, তাদের মাত্র ২.৫ শতাংশ ইকুইটি ইস্যু করতে হবে। বর্তমানে এই সীমা ৫ শতাংশ। সিটির মতে, Jio-র মূল্য ১২০ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় ১০.৪ লক্ষ কোটি) এরও বেশি। অতএব, এই নিয়ম Jio-র জন্য একটি গেম-চেঞ্জার প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: সমুদ্রে আর নয় চিন-পাকিস্তানের “দাদাগিরি”, ভারতীয় নৌবাহিনীতে “এন্ট্রি” নিচ্ছে জোড়া যুদ্ধজাহাজ

টার্গেট প্রাইস: ইতিমধ্যেই সিটির অ্যানালিস্ট সৌরভ হান্ডা এবং প্রেরণা গোয়েঙ্কা জানিয়েছেন যে, ৫ শতাংশের পাবলিক অফার বাজারে ৬ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের শেয়ার আনবে। ভারতীয় বাজারের জন্য এটি অনেকটাই বেশি। বিশেষ করে যখন ৩৫ শতাংশ খুচরো বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকে। Jio-র জন্য ২.৫ শতাংশ পাবলিক অফার বাজারে ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের শেয়ার আনবে। যা IPO-র সময় শেয়ারের অতিরিক্ত সরবরাহের সমস্যা কমাবে বলে মনে করছেন তাঁরা। এটি রিলায়েন্সের হোল্ডিং কোম্পানির ডিসকাউন্টের উদ্বেগও কমাবে।

আরও পড়ুন: SBI-র ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য বড় আপডেট! ১ সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম, মিলবে না এই সুবিধা

এদিকে, বোফার সচিন সালগাঁওকার মনে করেন যে, বর্তমানে বাজারে পরিবেশ ভালো। তাঁর মতে, “বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের কথোপকথন এবং এই বছর এখনও পর্যন্ত স্টক পারফরম্যান্সের ভিত্তিতে আমরা মনে করি যে বিনিয়োগকারীদের প্রত্যাশা কম। অতএব, ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে।” তিনি রিলায়েন্সের (Reliance Industries) স্টককে বাই রেটিং দিয়েছেন এবং টার্গেট প্রাইস নির্ধারণ করেছেন ১,৬৬০ টাকা। উল্লেখ্য যে, ২০২৫ সালে রিলায়েন্সের (Reliance Industries) শেয়ার এখনও পর্যন্ত প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোমবার এটি BSE-তে ০.২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৪১২.৯০ টাকায় বন্ধ হয়েছে।