বাংলাহান্ট ডেস্ক: টলিউডের নামী প্রযোজক জুটি শিবপ্রসাদ-নন্দিতা। একত্রে বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তাঁরা। চলতি বছরে করোনা আবহে শিবপ্রসাদ নন্দিতার ‘উইন্ডোজ প্রোডাকশন’ (windows production) এর একটি ছবিও মুক্তি পায়নি। কিন্তু বছর শেষের ঘোষনায় সিনেপ্রেমীদের সে দুঃখ মুছিয়ে দিলেন প্রযোজক জুটি। ২০২২ কে ঢালিয়ে সাজাচ্ছেন তাঁরা চার চারটি নতুন ছবি দিয়ে।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় চারটি নতুন ছবির ঘোষনা সারলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আগামী বছর মুক্তি পাবে উইন্ডোজের চারটি ছবি ‘বাবা, বেবি ও’, ‘বেলাশুরু’, ‘লক্ষ্মীছেলে’ এবং ‘হামি ২’। আগামী ৪ ঠা ফেব্রুয়ারি মুক্তি পাবে যিশু সেনগুপ্ত ও সোলাঙ্কি রায় অভিনীত ‘বাবা, বেবি ও’। ছবিতে সিঙ্গল ফাদারের ভূমিকায় দেখা যাবে যিশুকে যিনি সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন।
অপরদিকে সোলাঙ্কির বাচ্চাদের খুব একটা পছন্দ নয়। যিশুর দুই সন্তান দেখে তাঁকে বিবাহিত বলে ভুল করেন তিনি। যিশুর চরিত্রের নাম মেঘ ও সোলাঙ্কির চরিত্রের নাম বৃষ্টি। যিশুর প্রেমে পড়ার পর কীভাবে গল্প এগোয় সেটাই দেখা যাবে ছবিতে।
২০ শে মে মুক্তি পাবে ‘বেলাশুরু’। এর আগে শিবপ্রসাদ নন্দিতার বেলাশেষে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর জুটি মনে গেঁথে গিয়েছিল দর্শকদের। সেই জুটিকে আবার দেখার জন্য এতদিন ধরে অপেক্ষা করে ছিল দর্শকরা। অবশেষে প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ।
Here's the Windows slate for 2022. Hope and pray that everyone is in the pink of their health and we can meet soonest at your nearest theatre.
Baba, Baby O…Feb 4
Belashuru: May 20
Lokkhichhele: June 17
Haami 2: Dec 23@WindowsNs @ziniasen123 @KGunedited @Jisshusengupta pic.twitter.com/KgBnYi5gB9— shiboprosad (@shibumukherjee) November 16, 2021
এখন আর সৌমিত্র স্বাতীলেখা কেউই নেই। গত নভেম্বরে প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলতি বছরের জুনে প্রয়াত হন স্বাতীলেখা। জুটি হিসাবে এটাই তাঁদের শেষ ছবি। তবে বেলাশুরু কিন্তু বেলাশেষের সিক্যুয়েল নয়। একই অভিনেতা অভিনেত্রীদের টিম থাকলেও আলাদা পরিবারের গল্প উঠে আসবে এই ছবিতে।
১৭ জুন মুক্তি পাবে ‘লক্ষ্মীছেলে’। বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করবেন ছেলে উজান গঙ্গোপাধ্যায়। আর সবার শেষে ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ‘হামি’ ছবির সিক্যুয়েল ‘হামি ২’। সব মিলিয়ে সিনেপ্রেমীদের জন্য ২০২২ টা যে ভালই কাটবে তা বেশ বোঝা যাচ্ছে।