বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে ভারতে। এখনো পর্যন্ত গোটা দেশে মোট ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭ জন এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সংখ্যায় ভারত ইতালিকে পিছনে ফেলে চার নম্বর স্থানে উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৯ হাজার ৮৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ২৯৪ জনের মৃত্যু হয়েছে। আরেকদিকে, মহারাষ্ট্রে মোট আক্রান্তদের সংখ্যা এখন চিনকেও পার করতে চলেছে।
মহারাষ্ট্রে আক্রান্তদের সংখ্যা ৮০ হাজার পার করে গেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৬ জন এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজ্যে মোট আক্রান্তদের সংখ্যা ৮০ হাজার ২২৯। এখন আশঙ্কা এটাই যে, আগামী এক দুই দিনে মহারাষ্ট্র চিনকেও ছাড়িয়ে যেতে চলেছে।
চিনে এখনো পর্যন্ত ৮৩ হাজার ৩০ টি মামলা সামনে এসেছে। চিনে এই ভাইরাসে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর মামলাতেও মহারাষ্ট্র চিনকে ছাপিয়ে যেতে চলেছে। মহারাষ্ট্রে করোনায় এখনো পর্যন্ত ২ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।