বাংলা হান্ট ডেস্ক: পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh) বর্তমানে চরম অরাজকতা চলছে। ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন। তবে, তারপরেও বাংলাদেশে হিংসাত্মক আক্রমণের ঘটনা ঘটছে। এদিকে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর তাঁর ঘনিষ্ঠদের ক্ষমতার কেন্দ্র থেকে সরানোর কাজ শুরু হয়েছে।
২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশের (Bangladesh) সেনায় বিরাট রদবদল:
বাংলাদেশের (Bangladesh) সর্বশেষ আপডেট অনুযায়ী, দেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে। ISPR (ইন্টার সার্ভিসেজ পাবলিক রিলেশনস)-এর জারি করা প্রেস বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে ঢাকা ট্রিবিউন জানিয়েছে যে, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাংলাদেশের (Bangladesh) বিদেশ মন্ত্রকে নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে নিয়োগ করা হয়েছে। এছাড়াও, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল নিযুক্ত হয়েছেন।
আরও পড়ুন: গোল্ড মেডেলের আরও কাছে পৌঁছলেন নীরজ! প্রথম থ্রো-তেই কনফার্ম করে ফেললেন ফাইনালের টিকিট
মিজানুর শামীমকে চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে: ISPR-এর দেওয়া তথ্য অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর শামীমকে বাংলাদেশ (Bangladesh) সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে এনডিসির কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহানির্দেশক রূপে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ বাড়ছে হিংসা! প্রাক্তন অধিনায়ক মাশরাফির বাড়িতে লাগানো হল আগুন
প্রসঙ্গত উল্লেখ্য যে, শেখ হাসিনা বাংলাদেশ (Bangladesh) ছাড়ার পরেই রাজধানী ঢাকা ও তার বাইরে হাসিনার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, দলীয় এমপি ও নেতাদের বাসভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। বহু সরকারি অফিসে অগ্নি সংযোগের ঘটনা সামনে এসেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকাতে হিংসাত্মক ঘটনা এবং হিন্দু মন্দিরে হামলা ও ব্যাপক লুটপাটের ঘটনা সহ বিভিন্ন স্থানে প্রায় ১০০ জন নিহত হয়েছেন।