রিজার্ভেশন শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অর্ধেক আসন ভর্তি বন্দে ভারতের! প্রথম টিকিট কাটলেন এই যাত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান! শুরু হয়ে গেল বহুপ্রতিক্ষিত হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) টিকিট রিজার্ভেশন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বৃহস্পতিবার রাত বারোটার পর থেকেই যাত্রীদের জন্য টিকিট রিজার্ভেশনের ব্যবস্থা করে দেয় রেল। ঠিক তারপর থেকেই বন্দে ভারতের রিজার্ভেশনের ক্ষেত্রে যথেষ্ট সাড়া মিলেছে যাত্রীদের কাছ থেকে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শুক্রবার অর্থাৎ ৩০ ডিসেম্বর হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ পতাকা দেখিয়ে ট্রেনের যাত্রা শুরু করেন। যদিও, আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বন্দে ভারতের যাত্রী পরিষেবা।

তবে, তার আগে থেকেই বন্দে ভারতের টিকিট সংরক্ষণের প্রক্রিয়া শুরু হতেই যাত্রীদের মধ্যে এই ট্রেনে সফরকে ঘিরে ব্যাপক আগ্রহ পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, প্রথম কয়েক ঘণ্টাতেই বন্দে ভারতের অর্ধেক আসন সংরক্ষণ হয়ে গিয়েছে বলে রেল সূত্রে খবর মিলেছে। পাশাপাশি রেলের দেওয়া তথ্য অনুযায়ী, শৌনক দাস নামে এক যাত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম টিকিটটি বুক করেন বলে জানা গিয়েছে। এদিকে, ইতিমধ্যেই রেল জানিয়েছে যে হাওড়া এবং এনজেপি-র মধ্যে সফরকালে মোট তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত। সেই তিনটি স্টেশন হল বোলপুর, মালদহ এবং বিহারের বারসই।

এদিকে, বন্দে ভারতের ভাড়া সম্পর্কেও বিস্তারিত তথ্য সামনে এসেছে। রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী জানা গিয়েছে, হাওড়া থেকে এনজেপি পর্যন্ত সফরের জন্য চেয়ার কারের ক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫৪৩ টাকা। পাশাপাশি এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হল ২৮০৩ টাকা। এদিকে, হাওড়া থেকে বোলপুর পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হল ১১৫০ টাকা। পাশাপাশি চেয়ার কারের জন্য খরচ করতে হবে ৬২৮ টাকা।

vande bharat howrah

এছাড়াও, হাওড়া থেকে মালদহ পর্যন্ত এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হল ১৭৫৩ টাকা। এদিকে, চেয়ার কারের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯২৯ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, বুধবার বাদে সপ্তাহে প্রতিদিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। এমতাবস্থায়, এই ট্রেনের ভাড়ার সঙ্গেই খাবারের দাম ধরা থাকবে বলে ইতিমধ্যেই জানিয়েছিল রেল।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X