বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা ওয়ান ডে বিশ্বকাপ ২০২২-এ ভারতীয় দলের পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব ভালোও নয়, আবার একেবারে খারাপও নয়। তবে অভিজ্ঞ ফাস্ট বোলার ঝুলন গোস্বামী প্রায় প্রতি ম্যাচেই একটা করে রেকর্ড নিজের নামে জুড়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে আরও একটি রেকর্ড গড়েন ঝুলন গোস্বামী। এই ম্যাচটি হলো তার কেরিয়ারের ২০০ তম একদিনের ম্যাচ।
তিনি বিশ্বের দ্বিতীয় মহিলা ক্রিকেটার যিনি মহিলাদের ক্রিকেটে ২০০ টি ওয়ান ডে ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে শুধুমাত্র ভারতেরই মিতালি রাজ এই কাজটি করেছেন। মিতালি ২২৯টি একদিনের ম্যাচ খেলেছেন এবং তাতে সাত হাজারেরও বেশি রান করেছেন। এই সময়ে, মিতালির সেরা স্কোর ছিল অপরাজিত ১২৫। তার ব্যাটিং গড়ও পঞ্চাশ ছাড়িয়েছিল।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত বেশ কয়েকটি রেকর্ড গড়ে ফেলেছেন ঝুলন। এছাড়াও তিনি মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ২৫০ টি উইকেট নেওয়া প্রথম খেলোয়াড়। শুধু তাই নয়, ঝুলন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০টি উইকেটের লক্ষ্যমাত্রাও ছুঁয়েছেন। এছাড়াও মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডও এখন ঝুলনেরই নামে।
অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে পেছনে ফেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ঝুলনের নামে বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৮টি ক্যাচ রয়েছে। আর একটি ক্যাচ নিলে ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডও ছুঁয়ে ফেলবেন ঝুলন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঝুলনের ১৯৯ টি ওয়ান ডে-তে ২৫০ টি উইকেট রয়েছে। এছাড়া ১২ টি টেস্ট খেলে তিনি ৪৪টি উইকেট নিয়েছেন। এছাড়া 68 টি-টোয়েন্টিতে ৫৬ টি উইকেট নিয়েছেন চাকদা এক্সপ্রেস।