বাংলা হান্ট ডেস্ক: সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুবিধার্থে বিভিন্ন ধরণের প্রকল্প পরিচালনা করা হয় সরকারের (Government Scheme) তরফে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন জনগণেরা। এদিকে, মহিলাদের জন্যও বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের সরকারের তরফেও এই প্রকল্পগুলি পরিচালনা করা হয়। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সম্প্রতি ঝাড়খণ্ড সরকার মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের নাম হল “মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা” (Mukhyamantri Maiya Samman Yojana)। এই প্রকল্পের (Government Scheme) অধীনে মহিলাদের বার্ষিক ১২ হাজার টাকা দেওয়া হয়। এমতাবস্থায়, “মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা” প্রসঙ্গে বিস্তারিত তথ্য বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
এই দুর্দান্ত প্রকল্পে (Government Scheme) মহিলারা হবেন লাভবান:
কারা পাবেন সুবিধা: ঝাড়খণ্ড সরকারের “মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা”-র মাধ্যমে রাজ্যের মহিলাদের বার্ষিক ১২,০০০ টাকা দেওয়া হয়। অর্থাৎ, তাঁদের প্রতি মাসে হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে, সরকার অন্ত্যোদয় বিভাগে অন্তর্ভুক্ত পরিবারের মহিলাদের সুবিধা প্রদান করে। এদিকে, এই প্রকল্পে আবেদন করার জন্য, আবেদনকারী মহিলাদের বয়স ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পটি (Government Scheme) সরকারের মহিলা শিশু উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিভাগ দ্বারা পরিচালিত হয়। এখনও পর্যন্ত, ৩৭ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে।
প্রয়োজন এই নথিগুলি: “মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা”-র জন্য আবেদন করতে কিছু নথি অবশ্যই প্রয়োজন। মূলত, আবেদনের জন্য পাসপোর্ট সাইজের ছবি, ব্যাঙ্কের পাসবুকের জেরক্স, আধার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স থাকতে হবে। যেসব মহিলার নাম কোনও রেশন কার্ডে লিপিবদ্ধ নেই তাঁরা তাঁদের স্বামী বা বাবার রেশন কার্ড ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন: ফের শুরু আদানির দাপট! কিনতে চলেছেন অনিল আম্বানির এই বন্ধ কোম্পানি! খরচ হবে ৩,০০০ কোটি
প্রতি মাসের ১৫ তারিখে টাকা ঢুকবে: ঝাড়খণ্ড সরকারের “মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা”-র প্রথম কিস্তি আগামী ২১ অগাস্ট জারি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রথম কিস্তির অর্থ জারি করবেন। এর পাশাপাশি প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে যে রাজ্য সরকার প্রতি মাসের ১৫ তারিখে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের অধীনে মহিলাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পাঠাবে।
আরও পড়ুন: হাঁ করে তাকিয়ে দেখবে চিন! টাটা গ্রুপের সাথে হাত মিলিয়ে ভারত কাঁপাবে Apple, মিলল বিরাট তথ্য
কীভাবে স্কিমের জন্য আবেদন করবেন: জানিয়ে রাখি যে, “মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনা”-র জন্য আবেদন করতে মহিলাদের তাঁদের নিকটস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে হবে। সেখান থেকে এই স্কিমের (Government Scheme) জন্য আবেদনপত্র পাওয়া যাবে। আবেদনপত্রে সমস্ত তথ্য পূরণ করার পরে, প্রাসঙ্গিক নথিগুলির সাথে সেটি সংযুক্ত করার পরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা দিতে হবে।