বাংলা হান্ট ডেস্কঃ রাম জন্মভূমি মন্দির টেস্ট পাইলিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। এবার রাম জন্মভুমি মন্দিরের জন্য একটি পিলার নির্মাণ করা হবে। রাম মন্দিরের একটি পিলার নির্মাণ করতে ২৪ ঘণ্টা সময় লাগবে। একটি পিলার নির্মাণ করে সেটির মান আর ক্ষমতার পরীক্ষণ করা হবে। পরীক্ষণে এক মাস সময় লাগবে। পরীক্ষণের পর আরও ১ হাজার ১৯৯ টি পিলার তৈরির কাজ ১৫ অক্টোবর থেকে করা হবে। খননের কাজ শুরু করার আগে ম্যাশিনের পুজো করা হয়েছিল।
রাম মন্দির নির্মাণের জন্য বেস শক্তিশালী হওয়া খুব দরকার। ১ হাজার ২০০ টি স্তম্ভে রাম মন্দির নির্মাণ হবে। রিং ম্যাশিনের মাধ্যমে আজ প্রথম খনন চলল। রাম মন্দির নির্মাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র ট্রাস্টের মহাসচিব চম্পট রায় এবং এলঅ্যান্ডটি এর পরিযোজনার নির্দেশক বৃজেশ কুমার সিংয়ের টিমের সাথে বৈঠক করেন।
উনি জানান, ৬০ মিটার পর্যন্ত রাম মন্দিরের পাইলিং ফাউণ্ডেশন থাকবে। ১২০০ পাইলিং সিমেন্ত, পাথর আর রড দিয়ে তৈরি হবে। এগুলো সমুদ্র অথবা নদীতে যেমন ভাবে স্তম্ভ বানানো হয়, ঠিক তেমন ভাবেই হবে কিন্তু এতে স্টিলের প্রয়োগ হবে না।
শ্রীরামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পট রায় জানান, রাম মন্দিরের সুরক্ষা সরকারের দায়িত্বে থাকবে। এটি একটি বিশ্বস্তরীয় কেন্দ্র হতে চলেছে, তাই এর সুরক্ষাও বিশ্বস্তরীয় হওয়ার দরকার। যেহেতু এটি বিশ্বস্তরীয় প্রোজেক্ট, সেহেতু সংবেদনশীলতার কথা মাথায় রেখে বেসরকারি সুরক্ষা এজেন্সি গুলোকে এর সুরক্ষা দায়িত্ব দেওয়া যাবে না। রাম মন্দিরের সুরক্ষা সরকার নিজের হাতে রাখবে। এতে ট্রাস্ট কোন হস্তক্ষেপ করবে না।