বাংলাহান্ট ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনেই উত্তেজনা ছড়াল নেতাজি ইন্ডোর(netaji indoor) চত্বরে। Self-employed লেবার অর্গানাইজার সংগঠনের সম্মেলনেই এই উত্তেজনার পরিবেশ তৈরি হয়। বাধ্য হয়ে সেখানে উপস্থিত ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা নেতাজি ইন্ডোর ছেড়ে বেরিয়ে যান। বেতন ঘোষণা না করা নিয়েই এই উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
সারা বাংলা ঠিকা শ্রমিক সংগঠন এসএলও-র অনুষ্ঠানে এই সংগঠনের বেতন ঘোষণা করার কথা ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা। কিন্তু সেখানে তাদের বেতন ঘোষণা না করাই উত্তেজিত হয়ে পড়েন ঠিকা শ্রমিকরা। মলয় ঘটক বক্তব্য শুরু করতেই ঝামেলা তীব্র আকার ধারণ করে। শ্রমিকরা চেয়ার ছোঁড়াছুঁড়ি করতে থাকে। বেগতিক দেখে সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যান মন্ত্রীরা। কিন্তু বিক্ষোভকারীরাও হার মানেনি, তারাও বাইরে এসে ১ ঘন্টা ধরে পথ অবরোধ করেন।
শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের সুরক্ষার খাতে সরকারি প্রকল্পের আয়ত্তায় বাড়ি বাড়ি গিয়ে তারা ২৫ টাকা করে আদায় করেন। এই অর্থ সংগ্রহের জন্য বই পিছু ২ টাকা করেও কমিশন পাওয়ার কথা তাদের। কিন্তু গত এপ্রিল মাস থেকে বন্ধ হয়ে যায় সেই কমিশন। তাদের বেতন দেওয়ার আশ্বাস দেখিয়ে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠানে তাদের বেতন ঘোষণা নিয়ে কথা না বলায়, তারা ক্ষেপে ওঠে এবং স্টেডিয়াম মধ্যস্থ চেয়ার ছোড়াছুঁড়ি করতে থাকে।
পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ এসে সবকিছু স্বাভাবিক করে এবং একটি কমিটি গঠন করে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়। রাস্তা থেকেও অবরোধ তুলে দেয়।