নতুন সঙ্গী পেলো বাংলাদেশ! ভারতের মাটিতে তাদের স্বস্তি দিচ্ছে গতবারের বিশ্বজয়ীরা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপ (2023 ODI World Cup) থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। কিন্তু তাদের বেশিদিন একা থাকতে হলো না। আজ অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল কতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team)। অ্যাডাম জাম্পাদের (Adam Zampa) দাপটে ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নামা ইংল্যান্ডকে ২৫৩ রানে অলআউট করে দিল অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে হারের পর টানা পাঁচটি জয় পেয়ে সেমিফাইনালে যোগ্যতাঅর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে অজিরা।

চলতি টুর্নামেন্টে ইংল্যান্ড শুধু একটি জয় পেয়েছে। আর সেই জয়টি হল ধর্মশালা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধেই। এছাড়া বাকি সব দেশের সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে তারা। এখনো নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামা বাকি রয়েছে তাদের।

ইংল্যান্ডের হারের কারণে কিছুটা স্বস্তি পেতে পারে বাংলাদেশ। তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের চেষ্টা করছে। ইংল্যান্ড জয় পেলে সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা বাড়তো। এখন নিজেদের শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনওক্রমে যদি জয় পায় বাংলাদেশ তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জনের সুযোগ থাকছে।

আরও পড়ুন: সচিন আর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা নন! এই কাজ করে কোহলি ছিনিয়ে নিলেন বিরাট সম্মান

আজকের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। একসময় মনে হচ্ছিল তাদের সেই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক। কিন্তু বাধা প্রদান করেন মার্নাস লাবুশানে। স্টিভ স্মিথ (৪৪) আউট হওয়ার পর ক্যামেরন গ্রিনকে (৪৭) সঙ্গে নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ইনিংসকে টানেন। ৮৩ বলে ৭১ রান করে দলকে এগিয়ে নিয়ে যান লাবুশানে। মার্কাস স্টোইনিস (৩৫) ও অ্যাডাম জাম্পার (২৯) ক্যামিও অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন ২৮৬ অবধি।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার জন্য মরণ ফাঁদ প্রস্তুত করছেন রোহিত! এই একটি চালেই কাত হবে প্রোটিয়ারা

রান তাড়া করতে নেমে ডেভিড মালান (৫০) ও বেন স্টোকস (৬৪) কিছুটা চেষ্টা করেন। কিন্তু লাভ হয়নি। অনেকেই সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ইংল্যান্ড দলের। জাম্পা (৩/২১) হন অস্ট্রেলিয়ার সেরা বোলার। টুর্নামেন্টে ১৮ উইকেট নিয়ে উইকেটশিকারীদের দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে। এছাড়া ২টি করে উইকেট নেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর