হারতেই ভয়ঙ্কর রূপ ধারণ করল মরক্কো সমর্থকরা! ব্রাসেলস থেকে প্যারিসে চললো তাণ্ডব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের গ্রুপ পর্বে ঘটে যাওয়া একটি ঘটনার কথা হয়তো সকলেরই মনে আছে। বেলজিয়ামকে হারিয়ে গ্রুপ পর্বে জয়ের দেখা পেয়েছিল মরক্কো। বেলজিয়াম এই মুহূর্তে ফুটবল বিশ্বের প্রথম সারির দেশ গুলির মধ্যে একটি। মরক্কোর মতো খুব বেশী বিখ্যাত ফুটবল খেলিয়ে দেশ হিসেবে পরিচিত না হওয়া দলের পক্ষে তাদেরকে হারানো যথেষ্টই গৌরবের ব্যাপার। কিন্তু এরপর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দেখা গিয়েছিল বিশৃঙ্খলা।

বেলজিয়ামের রাজধানীর রাস্তায় মরক্কো সমর্থকদের আইন অমান্য করে সরকারি সম্পত্তি নষ্ট করতে দেখা যায়। এবার ঠিক সেই স্মৃতিটাই ফিরে এলো। তবে এবার মরক্কোর জয়ের জন্য না বরং মরক্কোর হারের জন্য। ইউরোপের বেশ কয়েকটি দেশে তাদের দলের হার দেখার পর তাণ্ডব চালিয়েছে।

বিশ্বকাপের সেমিফাইনালে গতকাল ফ্রান্সের কাছে ২-০ ফলে হেরেছে। মরক্কোর রূপকথায় ইতি টেনেছে ফ্রান্স! ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি এমবাপ্পেরা। কিন্তু অনেক জায়গায় ফ্রেঞ্চ সমর্থকরা তাদের জয়ের আনন্দ ঠিকঠাক উদযাপনই করতে পারেনি। প্যারিসে ব্যাপক ঝামেলা করে মরক্কোর সমর্থকরা।

বেশকিছু জায়গায় মরক্কোর ভক্তদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় ফুটবল সমর্থকরা। জনতাকে ছত্রভঙ্গ করতে রাস্তায় নামতে হয় পুলিশকে। জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয় তাদের। ফ্রান্সের অনেক জায়গা জুড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। শুধু প্যারিস নয় বেলজিয়ামের রাজধানীতেও অনেক জায়গায় আগুন লাগিয়ে দেয় তারা, পুলিশের ওপর ছোড়া হয় আতসবাজিও।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ‘ফরাসি সমর্থকদের মতো আমাদের মরক্কোর বন্ধুদের পার্টি করতে স্বাগত জানাই এবং তাদের পার্টি করতে বাধা দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তবে নিরাপত্তার ব্যাপারটা সকলকে নিশ্চিত করতে হবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর