বিশ্বকাপে সৌরভকে টপকে গেল সাকিব

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ননস্টপ ব্যাটিং চলছেই। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ৬৯ বলে ৫১ রান করেন তিনি।

সাকিবের মুকুটে এবার যোগ হলো নতুন পালক। সাকিব হয়েগেলেন প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করলেন ।

বিশ্বকাপে সাকিবের মোট রান হলো ১০১৬ যা বিশ্বকাপে বাঙালি হিসেবে এখন সবচেয়ে বেশি রান । প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিশ্বকাপে ২১ ম্যাচে ১০০৬ রান করেছিলেন।এর আগে সেটিই ছিল বাঙালিদের মধ্যে সর্বাপেক্ষা বেশী। এদিন সাকিব টপকে গেলেন সচিনকেও।
২০১৯ সালে বিশ্বকাপে এই মুহূর্তে সর্বাধিক রানের মালিক সাকিব আল হাসান। ৬ ম্যাচে তিনি করেছেন মোট ৪৭৬ রান।বাঙালির মুকুটে যুক্ত হলো নতুন পালক।

X