ল্যান্ড করতে পারবে এভারেস্টেও! টাটা গ্রুপের হাত ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার তৈরি হবে ভারতে

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মূলত, চলতি বছরের প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। তাঁর সফরের সময় ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে সম্পন্ন হওয়া আলোচনার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন যে, টাটা এবং এয়ারবাস হেলিকপ্টারস গুরুত্বপূর্ণ দেশীয় উপাদানগুলির সাথে H125 হেলিকপ্টার তৈরি করার জন্য একটি সমঝোতায় প্রবেশ করেছে।

পাশাপাশি, কোয়াত্রা বলেন, ভারত-ফ্রান্স প্রতিরক্ষা ক্ষেত্রে রোবোটিক্স, স্বয়ংক্রিয় যানবাহন এবং সাইবার প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বাড়াবে। তিনি জানান যে, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ফ্রান্সের আরিয়ানস্পেসের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নিই এই অত্যাধুনিক H125 হেলিকপ্টার সম্পর্কে।

উল্লেখ্য যে, টাটা এবং ফরাসি কোম্পানি এয়ারবাস একসঙ্গে H125 হেলিকপ্টার তৈরির জন্য কাজ করবে। এর উৎপাদন হবে গুজরাটের ভাদোদরায়। এয়ারবাস এবং টাটা গ্রুপ যৌথভাবে H125 সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টার তৈরির ক্ষেত্রে চুক্তি করেছে। এই চুক্তি ভারতের আত্মনির্ভর হওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং দেশের বিমান শিল্পকেও উৎসাহিত করবে।

জানা গিয়েছে যে, এই হেলিকপ্টারগুলি বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হবে। টাটা গ্রুপের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড কোম্পানি (TASL) এই হেলিকপ্টারগুলির অ্যাসেম্বলি লাইন পরিচালনা করবে। জানিয়ে রাখি যে, এয়ারবাসের H125 হল একটি সিঙ্গেল-ইঞ্জিন, ৬ আসনের হেলিকপ্টার। যা এয়ারবাস হেলিকপ্টারস দ্বারা নির্মিত। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিঙ্গেল-ইঞ্জিন হেলিকপ্টার হিসাবে বিবেচিত হয় এবং বিভিন্ন দেশে ব্যবহৃত হয়।

World's most powerful helicopter will be made in India by Tata Group

মাউন্ট এভারেস্টে অবতরণকারী একমাত্র হেলিকপ্টার: আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, H125 হল একমাত্র হেলিকপ্টার যা মাউন্ট এভারেস্টে অবতরণ করতে পারে। এই হেলিকপ্টারে ৬ জন যাত্রী সফর করতে পারবেন। পাশাপাশি, এই হেলিকপ্টারটি প্রচন্ড গরম এবং প্রচন্ড ঠান্ডার মধ্যেও উড়তে সক্ষম। এছাড়াও, এই হেলিকপ্টার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।

আরও পড়ুন: মাত্র কয়েক বছরেই সুপারহিট UPI! এবার দেশজুড়ে এইক্ষেত্রে আনতে চলেছে পরিবর্তন, জানুন বিস্তারিত

যাত্রী পরিবহণ: H125 হেলিকপ্টার অধিকাংশক্ষেত্রে ব্যক্তিগত এবং ব্যবসায়িক ভাবে যাত্রী পরিবহণ করতে ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারটি ছোট দল বা ভ্রমণকারীদের জন্য একটি আরামদায়ক সফরের অভিজ্ঞতা প্রদান করে।

আরও পড়ুন: আবারও ভারতে ফিরছে Ford, এই জনপ্রিয় গাড়ির মাধ্যমে হবে আত্মপ্রকাশ! জল্পনা তুঙ্গে

জরুরি চিকিৎসা পরিষেবা: H125 হেলিকপ্টার প্রায়শই জরুরি চিকিৎসা পরিষেবা (EMS)-এর জন্য ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারটির মাধ্যমে আহত বা অসুস্থ ব্যক্তিদের দ্রুত এবং ভালোভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্র: H125 হেলিকপ্টার অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যার মধ্যে রয়েছে, পর্যটন এবং হেলিকপ্টার ট্যুর, মিডিয়া সংক্রান্ত কাজ এবং চলচ্চিত্র নির্মাণ, তেল ও গ্যাস শিল্প এবং নির্মাণকাজ। পাশাপাশি, এই হেলিকপ্টার কাস্টমস অপারেশনের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর