ঋদ্ধিমানের অর্ধশতরান! গিলের মুখের হাসি কেড়েছেন সেই ধোনিই

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএল ফাইনালে (IPL Final) মুখোমুখি হয়েছে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস এবং সাম্প্রতিক অতীতে আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটান্স। রবিবার এই ফাইনালটি আয়োজিত হওয়ার কথা থাকলেও সেদিন মারাত্মক দৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে যায়। তাই, আজ ২৯ শে মে মহেন্দ্র সিংহ ধোনি এবং হার্দিক পান্ডিয়ার দল একে অপরের মুখোমুখি হচ্ছে।

আজ মহেন্দ্র সিংহ ধোনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পাওয়ার প্লে তে তার বোলারদের হেনস্থা হতে হয়েছে ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিলের হাতে। ঋদ্ধিমান সাহা ঝুঁকি নিয়ে স্টেপ আউট করে দীপক চাহারকে গ্যালারিতে পাঠান তৃতীয় ওভারে। তারপর সেই ওভারেই ধোনি নিজেকে স্টাম্পের কাছাকাছি তুলে আনলে তিনি দীপক চাহারের ধীরগতির সুবিধা তুলে আরও দুটি চার মেরে ধোনির কাছে বার্তা দিয়ে দেন যে পাওয়ার প্লে-তে তিনি এভাবেই ব্যাটিং করবেন। এরপরেও আজ অসাধারণ ব্যাটিং করে চলতি আইপিএলে নিজের দ্বিতীয় অর্ধশতরান এবং আইপিএল ফাইনালে নিজের আরও একটি স্মরণীয় ইনিংস নথিবদ্ধ করেন বাংলার উইকেটরক্ষক।

প্রত্যেক দিনের মতই গিল দৃষ্টিনন্দন শট খেলে রান কুড়োচ্ছিলেন। পেসের বিরুদ্ধে তার অসাধারণ এবং কপিবুক শটগুলি দেখে বিশ্বের যে কোন ক্রিকেটপ্রেমী শিহরণ অনুভব করবেন শিরদাঁড়ায়। কিন্তু আজ তার ক্যাচ মাত্র নয় রানে থাকাকালীন ফেলেছিলেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং আজ একেবারেই ভালো হচ্ছে না।

টিম ডেভিডও দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের ক্যাচ ফেলেছিলেন যখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং করছিলেন। তারপর গিল রীতিমতো ধ্বংস করে দিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংকে। আজও কি তেমনটাই হবে? এই আশঙ্কায় রীতিমতো ঘাম ঝড়ছিল সিএসকে ভক্তদের। কিন্তু তাদের সেই আশঙ্কা সত্যি হতে দেননি ধোনি।

৩৯ রানের মাথায় তাকে জাদেজার বোলিংয়ে অসাধারণভাবে তাকে স্টাম্পড করেন ধোনি। গোটা মরশুমে ৮৯০ রান করলেন এই তরুণ ভারতীয় ওপেনার। জাদেজার স্লো বোলিংয়ে কিছুটা চমকে গিয়ে অল্প কিছু সময়ের জন্য নিজের পা ক্রিজের জন্য লাইনের বাইরে বার করেছিলেন। সেই কয়েকটা মুহূর্তই যথেষ্ট ছিল ধোনির জন্য। এরপর ৫৪ রানে ব্যাটিং করতে থাক আর ঋদ্ধিমান সাহার ক্যাচও ধরেন তিনি। ৩৬ বলে নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেছিলেন ঋদ্ধি। মেরেছেন পাঁচটি চার এবং একটি ছয়।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর