বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Team India) হয়ে তিনি শেষবার মাঠে নেমেছিলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালের একদম শেষ দিকে। ওই সিরিজে ব্যাট হাতে তার পারফরম্যান্স খুব একটা খারাপও ছিল না। কিন্তু তারপর থেকে ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিয়েছেন যে তারা নতুন পথে হাঁটতে চান এবং ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) মতো অভিজ্ঞ তারকাকে আর ভারতীয় দলে জায়গা দেওয়া হবে না।
তখন রিশভ পন্থ দলে থাকায় খুব একটা চিন্তিত হননি কেউই। কিন্তু বর্তমানে গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে ছিটকে গিয়েছেন পন্থ। এরপর শ্রীকর ভরতকে মূল উইকেটরক্ষক হিসেবে নিয়ে এগুলোর পরিকল্পনা রয়েছে ভারতের। এই জায়গায় প্রশ্ন তুলেছেন যে অন্তত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কি ঋদ্ধিমানের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতো না ভারত?
ঋদ্ধিমান নিজে অবশ্য জানিয়েছেন যে তিনি এইসব ব্যাপার নিয়ে একেবারেই ভাবিত হন। একসময় তার সতীর্থ থাকা রাহানের প্রত্যাবর্তন সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, “হয়তো রাহানেকে দলে ফেরানো হয়েছে কারণ সকলের মনে হয়েছে যে ও এখনো গুরুত্বপূর্ণ যোগদান করতে পারে ভারতের হয়ে। আমি আপাতত নিজের শুধুমাত্র গুজরাট টাইটান্স নিয়েই ভাবছি।”
চলতি আইপিএলে এখনও কোনও বড় স্কোর পাননি। বাংলার ক্রিকেট প্রশাসনের নির্দিষ্ট কিছু ব্যক্তির সাথে ঝামেলায় জড়িয়ে বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন গত ঘরোয়া মরশুমে এবং তারপর সেখানে ভদ্রস্থ পারফরম্যান্স করে আইপিএলের মঞ্চে খেলতে এসেছিলেন
নিজে যে এখনো গুজরাট টাইটান্সের জার্সিতে এই আইপিএলে বড় কোনও স্কোর পাননি সেই নিয়ে চিন্তিত নন ঋদ্ধিমান। তিনি জানিয়েছেন তার মূল কাজটা হলো পাওয়ার প্লে-তে দলকে ঝড়ো স্টার্ট দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রেই সেই উদ্দেশ্যে সফল তিনি। আজ নিজের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রাক্তন দল কেকেআরের মুখোমুখি ঋদ্ধি। আজ কি তার ব্যাগ থেকে বড় স্কোর আসবে। সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘণ্টা পরেই।