লাল তালিকায় ভারত, টেস্ট চ্যাম্পিয়নশিপ নিউ জিল্যান্ডের

বাংলা হান্ট ডেস্ক: আগামী ১৮ থেকে ২২ জুন পর্যন্ত সাউদাম্পটনে আয়োজিত হওয়ার কথা রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে গোটা বিশ্ব জুড়ে দাপট দেখাচ্ছে, তাতে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল আয়োজন করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এর মধ্যে ভারতের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। যে কারণে তৈরি হয়েছে এই সংশয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ব্রিটেনের চাপানো নিষেধাজ্ঞা খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য নয়।অনেকে তো বলছেন ভাগ্য তো নিউ জিল্যান্ডের সঙ্গে রয়েছে।ক্রীড়া সূচির সুবিধা পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছেন কেন উইলিয়ামসনরা। এবার না চ্যাম্পিয়ন হয়ে যান।

আইসিসির একজন মুখপাত্র ব্রিটেনের এই ঘোষণার পরই বিবৃতি দিয়েছেন,’আমরা পুরো বিষয়টা নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করেছি। লাল তালিকাভুক্ত দেশের ব্যাপার গুলো নিয়ে আলোচনা হয়েছে। খেলোয়াড়রা এই তালিকা ভুক্ত নন। এই করোনার মাঝে কী ভাবে সব সুরক্ষাবিধি মেনে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ করা সম্ভব, সেটাও ইসিবি কর্তারা পরিষ্কার করে বুঝিয়ে বলেছেন। সব মিলিয়েই জুন মাসেই যুক্তরাজ্যে ওয়ার্ল্ড  টেস্ট চ্যাম্পিয়ন করার বিষয়ে আমরা নিশ্চিত।’ভারতে প্রতিদিনই দুলক্ষের এর বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। স্বাভাবিক কারণেই ব্রিটেন ভারতের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, ভারতকে লাল তালিকা ভুক্ত দেশের তালিকায় ফেলে দিয়েছে ইউরোপের এই দেশ।

চলতি বছরের মার্চে মোতেরাতে ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে হারায় কোহলি অ্যান্ড কোম্পানি। সেই সঙ্গে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতাও অর্জন করে টিম ইন্ডিয়া। প্রথমে ক্রিকেটের মক্কা লর্ডসে আয়োজিত হওয়ার কথা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিশিপের ফাইনালের। করোনা পরিস্থিতির বাড় বাড়ন্তের কারণে তা চলে যায় সাউদাম্পটনে।এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা বিশ্ব। স্বাভাবিকভাবে ম্যাচ নিয়েও তৈরি হয়েছে সংশয়।

 

 

Udayan Biswas

সম্পর্কিত খবর