মর্মান্তিক! সন্তানহারা যশ-নুসরত, ভেঙে পড়লেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহান্তে মন খারাপ করে দেওয়া দুঃসংবাদ এল যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানের (Nusrat Jahan) পরিবারের তরফে। সন্তানকে হারালেন টলিপাড়ার এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী।

হ্যাপি, যশের আদরের পোষ্য। নুসরতের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তাঁরও প্রিয়জন হয়ে উঠেছিল হ্যাপি। যাদের পোষ্য আছে বা যারা পশুপ্রেমী তারা বুঝবেন তাদের হারানোর যন্ত্রণা। হ্যাপিকে সন্তানস্নেহেই বড় করেছেন যশ নুসরত। ছেলের পরিচয় দিয়েছিলেন তাকে। সন্তান হারানোর কষ্ট তাই বড্ড বেশি করে বুকে বেজেছে তাঁদের।

হ্যাপির একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নুসরত। দুটি ছবিতে যশ নুসরতের সঙ্গেও আদুরে পোজ দিয়েছে সে। পোস্ট জুড়ে শুধুই তাঁদের আদরের পোষ্য। সঙ্গে একটি বড়সড় আবেগঘন বার্তাও দিয়েছেন নুসরত, যা দেখে চোখ ভিজেছে নেটিজেনদের।

তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় ছেলে হ্যাপির স্মৃতিতে… আমাদের বাড়িতে কারোর একটা অভাব অনুভূত হয়, আমরা দিন রাত বুঝতে পারি। আমরা জানি সময় আর শক্তি লাগবে সবকিছু ঠিক হতে। আমাদের একটা অংশ তোমার সঙ্গেই চলে গিয়েছে। আমাদের জীবনে এত আনন্দ নিয়ে এসেছিলে তুমি, সুখ দুঃখের সর্বক্ষণের সঙ্গী।’

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

তিনি আরো লিখেছেন, ‘তোমাকে এখনো ভালবাসি, এখনো মিস করি আর করব। আমাদের প্রিয় ছেলে, মাম্মা পাপা অপেক্ষা করবে অপর পারে আবার তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য। তোমাকে খুব ভালবাসি’। নুসরতের পোস্টে কমেন্ট করেছেন মিমি চক্রবর্তী। তাঁর বাড়িতেও দু দুটি চারপেয়ে সদস্য। সন্তান হারানোর শোক পেয়েছিলেন তিনিও। শোকপ্রকাশ করেছেন নেটনাগরিকরাও।

হ্যাপি এক বুল ম্যাস্টিফ প্রজাতির সারমেয়। যশ নুসরতের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একাধিক ছবি রয়েছে তার। ছুটির দিনে হ্যাপির সঙ্গে অনেকটা সময় কাটাতেন যশরত। হ্যাপিকে হারিয়ে স্বাভাবিক ভাবেই মন খারাপ জুটির।

সম্পর্কিত খবর

X