কেউ দেখতে এলো না যশের অভিনয়, প্রথম দিনেই ফ্লপ ‘চিনেবাদাম’

বাংলাহান্ট ডেস্ক: যশ দাশগুপ্ত (Yash Dasgupta) আগেভাগেই সরে দাঁড়িয়েছিলেন। ‘চিনেবাদাম’ (Cheenebadam) ছবি মুক্তির মাত্র পাঁচ দিন আগে টুইট করে তিনি জানিয়েছিলেন, পরিচালক ও প্রযোজকের সঙ্গে মতানৈক্যের জন্য তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন। যশ প্রচার না করায় প্রযোজক তথা নায়িকা এনা সাহা স্যান্ডি সাহাকে দিয়েও প্রচার করিয়েছিলেন। কিন্তু তাতেও লাভ হল না। প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল চিনেবাদাম।

গত ১০ জুন মুক্তি পেয়েছে চিনেবাদাম। ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’ বলে কেউ গলা ফাটায়নি। একাধিক ছবির সঙ্গে টক্কর দিতে গিয়ে শুরুতেই বেহাল অবস্থা চিনেবাদাম এর। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৮০-৮৫ টি শো পেয়েছিল ছবিটি। কিন্তু সেই হিসাবে টিকিটের সিকিভাগও বিক্রি হয়নি। মাত্র ৫ শতাংশ টিকিট বিক্রি হয়েছে বলে খবর। মুক্তির দিনে এক লাখ টাকারও ব্যবসা করতে পারেনি ছবিটি।

IMG 20220610 172838
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এক্স=প্রেম এবং রাজ চক্রবর্তী পরিচালিত হাবজি গাবজি। দুটো ছবিই চিনেবাদাম এর থেকে ভাল ব্যবসা করছে বলে খবর। অবশ্য চিনেবাদাম নিয়ে ইতিবাচক প্রচারের বদলে নেতিবাচক প্রচার বেশি হয়েছে। কিন্তু সেটাও কোনো কাজে লাগেনি।

চিনেবাদাম এর টাইটেল ট্র‍্যাক নিয়ে আপত্তির কথা শিলাদিত‍্য ও এনা দুজনকেই জানিয়েছিলেন যশ। অভিনেতা চুক্তি ভেঙে বেরিয়ে যেতে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক। গানের দৃশ‍্যের ব‍্যাকগ্রাউন্ডে একজন ‘কালো ছেলে’কে নাচতে দেখে নাকি নাক সিঁটকেছিলেন যশ। পালটা পরিচালকের কথা ‘মিথ‍্যে’ বলে দাবি করলেন অভিনেতা।

যশ স্পষ্ট জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলি সম্পূর্ণ মিথ‍্যে এবং ভুল। আইনি পথে হাঁটতে চলেছেন তাঁরা। আইনজীবীর সঙ্গে কথাও হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে যশের তরফে। পরিচালক শিলাদিত‍্য মৌলিক বলেছিলেন, তিনি কেমন ধরনের ছবি বানান সেটা যশ আগে থেকেই জানতেন। সব জেনেশুনে সই কেন করেছিলেন তাহলে?

IMG 20220608 010609
যশের ‘কালো ছেলে’ মন্তব‍্য নিয়েও ব‍্যাপক শোরগোল পড়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। বর্ণবিদ্বেষমূলক মন্তব‍্যের জন‍্য অভিনেতাকে তুলোধনা করেছিলেন টলিউড ব‍্যক্তিত্ব থেকে নেটিজেনরাও। পরিচালক এও বলেছিলেন, এখনো তিনি চান শ‍্যাম্পু করা চুল উড়বে, পেছন থেকে ধোঁয়া উড়বে!

কিন্তু পরিচালক এমন ছবি বানানো পছন্দ করেন না, সেটা যশ আগে থেকেই জানতেন। শিলাদিত‍্যর এই সব মন্তব‍্যেই ক্ষুব্ধ যশ। ছবি মুক্তির দিনেই তাই আইনি হুমকি দিয়েছেন তিনি। প্রযোজক এনা ও পরিচালক শিলাদিত‍্যর সঙ্গে যশের আগামী ছবির ভবিষ‍্যৎও অনিশ্চিত।

Niranjana Nag

সম্পর্কিত খবর