দেখে শিখুন অক্ষয়, কোটি টাকার লোভ দেখিয়েও লাভ হল না! পান মশলা সংস্থার বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন যশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেশজোড়া খ‍্যাতির ঢেউয়ে ভাসছেন যশ (Yash)। তাঁর ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ (KGF Chapter 2) গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। অত‍্যন্ত কম সময়ে ১০০০ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। দর্শকদের মুখে মুখে এখন শুধু একটাই নাম, ‘রকি ভাই’। বাস্তব জীবনেও ফের একবার অনুরাগীদের মন জয় করলেন যশ‍।

কন্নড় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা তিনি। কিন্তু কেজিএফ যশকে সর্বভারতীয় সুপারস্টার করে তুলেছে। পরিচিতি বেড়েছে তাঁর। নতুন নতুন ছবি, বিজ্ঞাপনের প্রস্তাবও আসছে। কিন্তু সম্প্রতি এক পান মশলা সংস্থার বিজ্ঞাপনে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যশ। যে সংস্থা অভিনেতার সমস্ত বিজ্ঞাপনী চুক্তির বিষয়গুলো দেখে তাদের তরফে এই খবর শেয়ার করা হয়েছে।


এক্সিড এন্টারটেনমেন্টের ট‍্যালেন্ট অ্যান্ড নিউ ভেঞ্চারস সংস্থা যশের বিজ্ঞাপনী চুক্তির দিকগুলো দেখাশোনা করে। সংস্থার প্রধান অরুণ ব‍্যানার্জী সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এ খব‍রে শিলমোহর দিয়েছেন। পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন‍্য নাকি কয়েক কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল যশকে। কিন্তু তিনি সে প্রস্তাব ফিরিয়ে দেন।

পান মশলা ও যেকোনো তামাক জাত দ্রব‍্যের সেবন স্বাস্থ‍্যের পক্ষে কতটা হানিকারক সেটা অভিনেতা খুব ভালই বোঝেন। ভক্ত ও অনুগামীদের কাছে যাতে ভুল বার্তা না যায় সেজন‍্য এই বিজ্ঞাপন করতে তিনি অস্বীকার করেছেন বলে দাবি সংস্থার। সেই সঙ্গে যশ ভক্তদের কাছে বার্তা দেওয়া হয়েছে নিজের সময় এবং অর্থ এমন কোনো সংস্থার জন‍্য ব‍্যয় করতে যাদের উদ্দেশ‍্য সৎ।

যশের এই উদ‍্যোগ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। বিশেষ করে কিছুদিন আগেই এর উলটো ছবি দেখা গিয়েছিল বলিউডে। বড় অঙ্কের টাকার বিনিময়ে শাহরুখ খান ও অজয় দেবগণের সঙ্গে পান মশলা সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছিলেন অক্ষয় কুমার। পালটা চরম সমালোচিত হয়ে ক্ষমাও চাইতে বাধ‍্য হয়েছিলেন তিনি। অন‍্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রথমে আল্লু অর্জুন আর এখন যশ কার্যত দৃষ্টান্ত স্থাপন করছেন।

X