ভারতের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতানোর অস্ত্র পেয়ে গেলো BCCI! ভয়ে হাঁটু কাঁপবে প্রতিপক্ষের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় ওডিআই দল (Indian Cricket Team) কিছুটা চাপে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতলেও বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন না করতে পারে দলের বিরুদ্ধে যথেষ্ট ভুগতে হয়েছিল ভারতকে। তবে যা হয়ে গেছে তা নিয়ে আর কোনও চিন্তা নেই ভারতীয় দলে। কিন্তু চোটের কারণে একাধিক তারকা ক্রিকেটার এখনো সুস্থ হয়ে ওঠেননি। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে তারা সুস্থ হয়ে উঠলেও তাদেরকে ম্যাচ প্র্যাকটিস দেওয়া যাবে কিনা সেই নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।

হাতে এলো বিশ্বমানের ওপেনার:
নানান রকম দুশ্চিন্তার মধ্যে দিয়েই ভারতীয় তরুণ দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে এবং প্রথম দুটি ম্যাচ হারলেও পরপর আবার দুটি ম্যাচ জিতে তারা সিরিজে সমতা ফিরিয়েছে। এর মধ্যে চতুর্থ ম্যাচটি জয়ের দিনে ভারতীয় দলের একটা বড় দুশ্চিন্তা কমেছে। দুর্ভাগ্যবশত যদি রোহিত শর্মা, শুভমান গিল বা ঈশান কিষাণের মধ্যে কেউ চোটের কারণে ছিটকে যান বিশ্বকাপের দল থেকে, তাহলে তাদের জায়গায় একজন পরিবর্তন ওপেনারকে পাওয়া গিয়েছে এবং তিনি হলেন যশস্বী জয়সওয়াল।

yashasvi jaiswal

শুরু থেকেই বিধ্বংসী:
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের নিজের অভিষেকেই পেয়েছিলেন ঝলমলে শতরান। কিন্তু রোহিত শর্মা এরপর ওডিআই সিরিজে তার ওপর ভরসা দেখাননি। কিন্তু টি টোয়েন্টি সিরিজে ঈশান পরপর ব্যর্থ হওয়ায় তৃতীয় ম্যাচ থেকে তাকে সুযোগ দেন ভারতের এই মুহূর্তে টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর প্রথম ম্যাচে না হলেও নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে ভারতকে জয় এনে দিয়ে যশস্বী বোঝালেন যে তিনি তৈরিই রয়েছেন।

আরও পড়ুন: ফের ভারতীয় দলের কোচ বদল! বিশ্বকাপের আগে চমকে দেওয়া সিদ্ধান্ত নিলো BCCI

সেওবাগের সাথে তুলনা:
অনেকেই এই তরুণ বাঁ-হাতি ওপেনারের সঙ্গে তুলনা করছেন দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে ৩ ফরম্যাটে ভারতের ওপেনিংয়ের দায়িত্ব সামলানো বীরেন্দ্র সেওবাগের। তিনি যেভাবে ঝুঁকি নিয়ে নিজের উইকেটের তোয়াক্কা না করে দলের স্বার্থে আগ্রাসী ক্রিকেট খেলতেন সেভাবেই যেন ব্যাটিং করছেন যশস্বীও। তবে তিনি নিজে এই প্রশংসা শুনলে হয়তো কিছুটা অপ্রস্তুতই হবেন। তবে এই সুক্ষ মিলটা একেবারেই এড়িয়ে যাওয়ার মতন নয়।

আরও পড়ুন: রেকর্ড গড়ে ভারতকে জয় এনে দিলেন যশস্বী-শুভমানের জুটি! সিরিজে ফিরলো সমতা

বিশ্বকাপে জায়গা পাবেন:
বড় কোন অঘটন না ঘটলে এই মুহূর্তে ওডিআই বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা যশস্বীর পক্ষে কঠিন। কারণ তিনি ইতিমধ্যেই এশিয়ান গেমসের দলে রয়েছেন যা শেষ হবে বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কিছুদিন আগে। ধরে নেওয়া হচ্ছে এশিয়ান গেমসে যে ক্রিকেটার জায়গা পেয়েছেন, কোনওভাবেই বিশ্বকাপের হিসেবের মধ্যে নেই। কিন্তু এর মধ্যে আরও কিছু ম্যাচ ভারতের খেলার সুযোগ পেতে পারেন যশস্বী। সেই ম্যাচগুলোই নিজের গুরুত্ব বোঝাতে পারলে বিসিবিআইয়ের পক্ষে স্কোয়াডে পরিবর্তন করাটা খুব একটা বড় সমস্যার বিষয় নয়।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর