বাংলাহান্ট ডেস্ক: আর এক দিন পরেই নতুন বছর। বাংলা টেলি দুনিয়ায় জায়গা করে নেবে একগুচ্ছ নতুন সিরিয়াল (bengali serial)। নতুন করে জমবে টিআরপির লড়াই। ২০২১ এর শেষ টিআরপি তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে। চলতি বছরে বাংলা সিরিয়ালের জগতে নিঃসন্দেহে বড় বিস্ময় ‘মিঠাই’ (mithai)। গত ৩৮ সপ্তাহ ধরে বাংলা সেরা হয়ে রয়েছে এই সিরিয়াল। বছরের শেষ পর্যন্ত সেই শিরোপা ধরে রাখতে পারল মিঠাই?
জানিয়ে দিই, দর্শকদের ভালবাসাই জয়ী হয়েছ। বছরের শেষ পর্যন্ত একটানা ৩৯ সপ্তাহ ধরে টিআরপি তালিকার প্রথম স্থান ধরে রাখল মিঠাই। গোটা ২০২১ জুড়ে মোদক পরিবারের জয়জয়কার। জি বাংলার মান রেখেছে মিঠাই। সিড মিঠাইয়ের টক মিষ্টি রোম্যান্স, হল্লা পার্টির হইহুল্লোড় আর দাদাইয়ের খুনসুটিতে ভর করে এবারেও বাংলা সেরা মিঠাই। ঝুলিতে ভরেছে ১১ পয়েন্ট।
বছরের শেষ সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এল স্টার জলসার নতুন সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’। গত সপ্তাহে ৯.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে ছিল এই সিরিয়াল। এবারে নম্বর বেশ খানিকটা বাড়িয়ে ঠিক মিঠাইয়ের পরেই জায়গা হয়েছে তার। দুই সিরিয়ালের মধ্যে ফারাকও কমে এসেছে অনেকটাই। বছরের শেষ সপ্তাহে খুকুমণির ঝুলিতে ৯.৯ পয়েন্ট। আগামী বছরে মিঠাইকে টেক্কা দেওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে খুকুমণির।
তৃতীয় স্থানে ফের অদল বদল। গত সপ্তাহে দ্বিতীয় থেকে এ সপ্তাহে তৃতীয় স্থানে নেমে এসেছে জি এর ‘যমুনা ঢাকি’। নম্বরও অনেক কম, ৯.০। যমুনা ফিরে এসে দোষীদের শাস্তি দেওয়ার চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি। উলটে তার প্রতিই সন্দেহ বেড়ে গিয়েছে।
তবে বছরের শেষ সপ্তাহে সবথেকে বড় চমক কিন্তু ‘গাঁটছড়া’। স্টার জলসার একেবারে নতুন আমদানি এই সিরিয়াল। শুরু হতে না হতেই ট্রোল হলেও প্রথম টিআরপি তালিকায় কিন্তু ছক্কা হাঁকিয়েছে গৌরব সোলাঙ্কির রসায়ন। ৮.৯ নম্বর নিয়ে চতুর্থ স্থান দখল করেছে এই নতুন সিরিয়াল। একই সঙ্গে জায়গা ভাগাভাগি করেছে জি বাংলার ‘উমা’ও। অপরদিকে ‘অপরাজিতা অপু’ নেমে গিয়েছে পঞ্চম স্থানে।
রইল বছরের শেষ সপ্তাহের টিআরপি তালিকা-
মিঠাই- ১১.০ (প্রথম)
খুকুমণি- ৯.৯ (দ্বিতীয়)
যমুনা ঢাকি- ৯.০ (তৃতীয়)
গাঁটছড়া, উমা- ৮.৯ (চতুর্থ)
সর্বজয়া, অপরাজিতা অপু- ৮.৫ (পঞ্চম)
মন ফাগুন- ৮.০ (ষষ্ঠ)
ধুলোকণা- ৭.৭ (সপ্তম)
খেলাঘর- ৭.০ (অষ্টম)
আয় তবে সহচরী- ৭.৫ (নবম)
কড়িখেলা- ৭.০ (দশম)